হোম > সারা দেশ > যশোর

বাঘারপাড়ায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের বাঘারপাড়ায় পানিতে পড়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার বসুয়াড়ি ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত তিন শিশু ওই গ্রামের বাসিন্দা। মৃত শিশুরা হলো আবু সাঈদ মোল্লার ছেলে হুসাইন (৬), হারুন মোল্লার মেয়ে তমা খাতুন (৮) ও কামরুল হোসেনের মেয়ে সুমাইয়া খাতুন (৯)।

ওই এলাকার ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তোরাফ হোসেন মোল্লা জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর নাতি হুসাইনসহ চার শিশু গোসল করতে তাঁর পুকুরে যায়। বাড়ি থেকে ৫-৬ মিনিট দূরের ওই পুকুরে যাওয়ার প্রায় এক ঘণ্টা পার হলেও তিন শিশুর একজনও বাড়ি ফেরেনি। পরে পরিবারের লোকজন খুঁজতে পুকুরে যান। এরপর সেখানে শিশুদের জুতা দেখতে পান তাঁরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীর সঙ্গে নিয়ে ওই তিন শিশুকে উদ্ধার করেন। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আল আমিন তাদের মৃত ঘোষণা করেন।

কর্তব্যরত চিকিৎসক ডা. আল-আমিন জানান, মৃত অবস্থায় তিন শিশুকে হাসপাতালে আনা হয়। পরে থানায় সংবাদ দেওয়া হয়।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে হাসপাতালে থেকে শিশুদের পরিবারের সঙ্গে কথা বলেছি। মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন সম্পন্ন হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

যশোরে নিখোঁজ পুলিশ সদস্যের লাশ ২২ দিন পর পঞ্চগড়ে উদ্ধার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুতে যবিপ্রবিতে বিক্ষোভ

যশোরে আচরণবিধি লঙ্ঘন করে নেতা-কর্মীদের শোডাউন, বিএনপি প্রার্থীকে শোকজ

বেনাপোলে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য

দুদকের জালে এমপি মন্ত্রী আমলা

জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঘটিয়েছি রাজাকারের আস্ফালন দেখার জন্য নয়: মেঘমল্লার বসু

যশোরে বাবার সামনেই ছুরিকাঘাতে ছেলেকে হত্যা

যশোর কারাগারে আত্মহত্যা করেছেন ‘দেশসেরা উদ্ভাবক’ মিজান

যশোরে বিএনপি অফিসে হামলা: আ.লীগ নেতা কারাগারে

শীতের রোগে শয্যাসংকট