হোম > সারা দেশ > যশোর

টিসিবির পণ্য ছিনিয়ে নিতে হাতুড়িপেটা ও শ্লীলতাহানির অভিযোগ

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের ঝিকরগাছা উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য ছিনিয়ে নিতে হামলার অভিযোগ উঠেছে। এ সময় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ গ্রাম্য পুলিশদের হাতুড়িপেটা ও শ্লীলতাহানি করা হয়ে বলে অভিযোগ করেন ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী। 

এ ঘটনায় সোমবার ঝিকরগাছা থানায় সাতজনকে আসামি করে মামলা হয়েছে। এদিকে আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ইউনিয়ন পরিষদ বন্ধ রাখা হয়েছে।

মামলায় আসামিরা হলেন—নাভারণ বেলের মাঠ গ্রামের আমীন, মোস্তাফিজুর রহমান দোয়েল, বিল্লাল, মফিজুল ইসলাম বাবু, সাগর, মুকুল ও মোস্তাফিজুর রহমান সুজন। 

মামলায় জানা গেছে, গত ২৫ মার্চ সকালে ইউনিয়ন পরিষদে টিসিবি কার্ডধারীদের মাঝে পণ্য বিতরণ শুরু হয়। এ সময় অভিযুক্তরা কার্ড ব্যতীত টিসিবির পণ্য জোর করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় গ্রামপুলিশেরা বাধা দিলে তাঁদের মারধর, ইউপি সদস্যদের হাতুড়িপেটা এবং এক নারী ইউপি সদস্যদের শ্লীলতাহানি করেন। 

মামলার বাদী চেয়ারম্যান শাহজাহান আলী বলেন, পূর্ব পরিকল্পিতভাবে আসামিরা ইউপি পরিষদে ঢুকে হামলা চালিয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত ইউনিয়ন পরিষদ বন্ধ থাকবে। 

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড