হোম > সারা দেশ > যশোর

শার্শায় প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধু নিহত

বেনাপোল (যশোর) প্রতিনিধি  

সড়ক দুর্ঘটনায় নিহত দুই বন্ধু। ছবি: সংগৃহীত

যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা বাজার এলাকায় প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শার্শা উপজেলার বৃত্তিবারিপোতা গ্রামের খলিলুর রহমানের ছেলে রাসেল ও বিল্লাল হোসেনের ছেলে জাহিদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি প্রাইভেট কার ফুটপাত থেকে সড়কে ওঠার সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা মোটরসাইকেলটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কর্মকর্তা সঞ্জীবন মালাকার জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তাঁদের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

নিহতদের স্বজনেরা জানান, ঈদের আনন্দ উপভোগ করতে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনার শিকার হন দুই বন্ধু।

এদিকে স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে পুলিশের নজরদারি কম থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বেপরোয়া যানবাহনের গতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক রোকনুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনার আলামত হিসেবে মোটরসাইকেলটি জব্দ করা হলেও প্রাইভেট কারটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি অভিভাবকদের আরও সতর্ক হওয়া প্রয়োজন।

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

তীব্র শীতে নাকাল জনজীবন

কর্মসূচি থেকে ফেরার পথে পিকআপের ধাক্কায় জামায়াত নেতা নিহত

যশোরে জোট নয়, বিএনপি থেকে প্রার্থীর দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ: স্ট্রোক করা মিজানকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন স্ত্রী ও শ্যালক, মারা গেলেন সবাই

টানা দ্বিতীয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, ঠান্ডা বাতাসে দুর্বিষহ জীবন

যশোর বিএনপি : ৩ আসনে প্রার্থী বদল, মাঠে বঞ্চিত ১০ জন

যশোর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন, ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন

যবিপ্রবির প্রথম উপাচার্য রফিকুল ইসলাম মারা গেছেন

যশোরে ১৯ মামলার আসামি ‘ত্রাস সোহাগ’ গ্রেপ্তার