হোম > সারা দেশ > যশোর

ঝিকরগাছায় সবজি বিক্রেতাকে গুলি, পুলিশ কনস্টেবল প্রত্যাহার

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের ঝিকরগাছায় এক সবজি বিক্রেতাকে মারধর ও গুলির ঘটনায় পুলিশ কনস্টেবল রিকন হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার শিওরদাহ বাজারে ওই গুলির ঘটনা ঘটে। আহত সবজি বিক্রেতা রিপন হোসেন ওই গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী তুষার ইমরান বলেন, ‘আজ সকাল ৮টার দিকে কনস্টেবল রিকন হোসেন মোটরসাইকেল মেরামত করতে সুমনের দোকানে আসেন। সুমনের অনুপস্থিতিতে পাশের দোকানের সবজি বিক্রেতা ওই কনস্টেবলকে মোটরসাইকেল ঠিক করতে নাভারণে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তাতে ক্ষিপ্ত হয়ে রিপনকে লাঠি দিয়ে আঘাত করেন রিকন। একপর্যায়ে তিনি গুলি করেন। কিন্তু আমাদের বাধার মুখে গুলি তার গায়ে লাগেনি। পরে রিকন ফাঁড়িতে চলে যান।’

গ্রাম পুলিশ সুকুমার দাশ বলেন, ফাঁড়িতে গিয়ে অস্ত্র তাক করেছিলেন কনস্টেবল রিকন। পরে ঝিকরগাছা থানা থেকে দুজন পুলিশ এলে তাঁদেরও গুলি করার হুমকি দেন।

শিওরদাহ গ্রামের এস এম সরদার বলেন, পুলিশ সদস্য রিকনের সঙ্গে এই এলাকার মাদকসেবীদের সখ্য রয়েছে। প্রায়ই মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেন তিনি।

যশোরের সহকারী জ্যেষ্ঠ পুলিশ সুপার (নাভারণ সার্কেল) নিশাত-আল নাহিয়ান আজকের পত্রিকাকে বলেন, অভিযুক্ত পুলিশ কনস্টেবল রিকনকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। বিভাগীয় তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যশোরে দুটি আসনে বিএনপির প্রার্থীসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল

খালেদা জিয়ার জানাজায় অসুস্থ হয়ে পড়া যুবকের মৃত্যু

যশোরে তীব্র শীতে কাবু জনজীবন

যশোর রেজিস্ট্রি অফিসে আগুন, পুড়েছে ২০০ বছরের দলিল-দস্তাবেজ

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

তীব্র শীতে নাকাল জনজীবন

কর্মসূচি থেকে ফেরার পথে পিকআপের ধাক্কায় জামায়াত নেতা নিহত

যশোরে জোট নয়, বিএনপি থেকে প্রার্থীর দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ: স্ট্রোক করা মিজানকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন স্ত্রী ও শ্যালক, মারা গেলেন সবাই

টানা দ্বিতীয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, ঠান্ডা বাতাসে দুর্বিষহ জীবন