হোম > সারা দেশ > যশোর

যশোরে নিখোঁজ ইজিবাইকচালকের বস্তাবন্দী লাশ উদ্ধার

যশোর প্রতিনিধি

যশোরে দুই দিন আগে নিখোঁজ ইজিবাইকচালক ইমন হোসেনের (২৫) বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার বসুন্দিয়ার সাদুল্যাপুর ভৈরবের শাখা নদী কাটা খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ইমন হোসেন যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের আবুল কালামের ছেলে। গত রোববার থেকে তিনি নিখোঁজ ছিলেন।

ইমনের বাবা আবুল কালাম বলেন, গত ২৮ এপ্রিল ভোরে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয় ইমন। এরপর আর বাড়ি ফেরেনি সে। তার ব্যবহৃত মোবাইলে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়। বাইক স্ট্যান্ডে খোঁজ নিলে অন্য চালকেরা জানায়, সবশেষে বসুন্দিয়ার দিকে ভাড়া নিয়ে যেতে দেখেছে তারা। এ ঘটনায় অভয়নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে খাল থেকে দুর্গন্ধ আসছিল। পরে খালে বস্তাবন্দী লাশ ভাসতে দেখা যায়। এ বিষয়ে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে পুলিশ, পিবিআই, ডিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করে। ফিঙ্গার প্রিন্ট ও ইমনের কাছে থাকা মোবাইল ফোন থেকে তার পরিচয় শনাক্ত করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ‘গত ২৮ এপ্রিল ইমন নিখোঁজ হয়। এ ঘটনায় অভয়নগর থানায় জিডি করা হয়। আজ সকালে তাঁর লাশ পাওয়া যায়। ইমনের পরিবারের সদস্যরা তাঁর পরিচয় শনাক্ত করেছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইজিবাইক ছিনতাই করতেই ইমনকে হত্যা করা হয়েছে। পরে লাশ খালে ফেলে দেওয়া হয়েছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।

দুদকের জালে এমপি মন্ত্রী আমলা

জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঘটিয়েছি রাজাকারের আস্ফালন দেখার জন্য নয়: মেঘমল্লার বসু

যশোরে বাবার সামনেই ছুরিকাঘাতে ছেলেকে হত্যা

যশোর কারাগারে আত্মহত্যা করেছেন ‘দেশসেরা উদ্ভাবক’ মিজান

যশোরে বিএনপি অফিসে হামলা: আ.লীগ নেতা কারাগারে

শীতের রোগে শয্যাসংকট

চুরির দায়ে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর এক দিন পরই পালাল কিশোর

সারসংকট নিরসনসহ ৫ দফা কৃষক খেতমজুর সমিতির, যশোর ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

খুলনার শীর্ষ সন্ত্রাসী চিংড়ি পলাশ যশোরে গ্রেপ্তার

গদখালীর ফুলবাজার: ফুলের গায়ে ভোটের হাওয়া