হোম > সারা দেশ > যশোর

যশোরে সড়ক দুর্ঘটনায় আইনজীবীর মৃত্যু

যশোর প্রতিনিধি

যশোরে ট্রাকের ধাক্কায় আলমগীর হোসেন (৩৭) নামে একজন আইনজীবীর মৃত্যু হয়েছে। একই সঙ্গে মজিবুর রহমান নামের সাবেক ইউপি চেয়ারম্যান গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে শহরতলীর চাঁচড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আলমগীর মনিরামপুর উপজেলার স্বরূপদাহ গ্রামের জয়নাল হোসেনের ছেলে। আহত মজিবুর রহমান মনিরামপুর উপজেলার মাসলা খানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।

আলমগীরের বাবা জয়নাল হোসেন জানান, আলমগীর সাবেক চেয়ারম্যান মজিবুরকে সঙ্গে নিয়ে যশোর থেকে মনিরামপুর যাচ্ছিল। চাঁচড়া জোড়া মন্দিরের পাশে গেলে বিপরীতমুখী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আলমগীর মারা যান। নিহত এবং আহত মজিবুরকে স্থানীয়রা যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করে। 

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহম্মেদ তারেক শামস বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। আহত মজিবুরের বাম পায়ের হাড় ভেঙে গেছে। তাঁকে ভর্তি করে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছে। শঙ্কামুক্ত আশা করা যায়। 

জানতে চাইলে কোতোয়ালি থানার এসআই তপন কুমার নন্দী বলেন, নিহত আলমগীরের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে মরদেহ নেওয়ার জন্য আবেদন করা হয়েছে। আইনের প্রক্রিয়া চলমান রয়েছে।

যশোরে জুলাই যোদ্ধা ছুরিকাহত, এলাকায় আতঙ্ক

কাবিখার ১৮ প্রকল্প: সহায়কের হাতে প্রকল্পের চাবি

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

যশোরে দুটি আসনে বিএনপির প্রার্থীসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল

খালেদা জিয়ার জানাজায় অসুস্থ হয়ে পড়া যুবকের মৃত্যু

যশোরে তীব্র শীতে কাবু জনজীবন

যশোর রেজিস্ট্রি অফিসে আগুন, পুড়েছে ২০০ বছরের দলিল-দস্তাবেজ

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

তীব্র শীতে নাকাল জনজীবন

কর্মসূচি থেকে ফেরার পথে পিকআপের ধাক্কায় জামায়াত নেতা নিহত