হোম > সারা দেশ > যশোর

ঝিকরগাছায় বাড়ির দরজার সামনে আ. লীগ নেতার ছেলেকে গুলি

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের ঝিকরগাছায় বাড়িতে ঢোকার সময় এক আ. লীগ নেতার ছেলেকে দুর্বৃত্তরা গুলি করে পালিয়েছে বলে জানা গেছে। তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে খুলনা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। 

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাঁকড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

আহত যুবকের নাম রাফসান বাবু (৩০)। তিনি বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলামের ছেলে। 

আহত রাফসানের মা পান্না খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘রাফসান রাতে প্রাইভেটকার রেখে বাড়িতে ঢুকছিল। এ সময় হঠাৎ কে বা কারা ওকে চার রাউন্ড গুলি করে। রাফসানের চিৎকার শুনে সেখানে গিয়ে ওকে দরজার সামনে পড়ে থাকতে দেখি।’ 

রাফসানের বাবা ও আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার সময় আমরা দোতলায় শুয়ে ছিলাম। রাত সাড়ে ১২টায় রাফসানের চিৎকারে গেটে নেমে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ওর ডান হাতে চারটি গুলির চিহ্ন রয়েছে। ওই রাতেই রাফসানকে নিয়ে থানায় দেখিয়ে খুলনায় চিকিৎসার জন্য নিয়ে এসেছি।’ 

তিনি আরও বলেন, ‘রাফসান এখন আশঙ্কামুক্ত। খুলনার সিটি হাসপাতাল থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।’ 

এ ঘটনায় যশোর সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) নিশাত আল-নাহিয়ান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। আসামিদের শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।’

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ