হোম > সারা দেশ > যশোর

ভারতে পাচারের শিকার ৫ বাংলাদেশিকে বেনাপোলে হস্তান্তর

প্রতিনিধি (যশোর) বেনাপোল

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার পাঁচ বাংলাদেশি যুবককে দেড় বছর পর ট্রাভেল পারমিটে বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। ফেরত আসা পুরুষদের আইনি সহায়তা দিতে জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও দায়িত্ব নিয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।

ফেরত আসা যুবকেরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নারায়নের ছেলে দিলিপ, সাতক্ষীরার আক্কাস আলী গাজির ছেলে সোরাত গাজি, আবুল হোসেনের ছেলে শফিকুল ইসলাম, আসাদুল ঢালীর ছেলে আশরাফুজ্জামান ও ছিদ্দিক আলীর ছেলে মতিউর রহমান।

এনজিও সংস্থা জাস্টিস এন্ড কেয়ারের যশোর অফিসের সিনিয়র প্রোগ্রামার অফিসার মুহিত হোসেন জানান, ভালো কাজের প্রলোভনে দেশের বিভিন্ন সীমান্ত পথে দালালের মাধ্যমে তাঁরা ভারতে যান। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাঁদের আটক করে জেলে পাঠায়। পরে আইনি সহায়তা দিতে ভারতীয় একটি মানবাধিকার সংস্থা তাঁদের আদালত থেকে ছাড়িয়ে হেফাজতে নেন। দেড় বছর দুই দেশের সরকারের সহযোগিতায় ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পান। ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের শনাক্ত করে আইনি সহায়তা চাইলে সহযোগিতা করবে এ তাদের সংস্থা।

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড