হোম > সারা দেশ > যশোর

আড়াই মাস পর ভারত থেকে অক্সিজেন আমদানি শুরু

প্রতিনিধি, শার্শা 

প্রায় আড়াই মাস পর ভারত থেকে আবারও চিকিৎসা খাতে ব্যবহৃত অক্সিজেন আমদানি শুরু করেছে বাংলাদেশ। এর আগে ভারতে অক্সিজেন সংকট দেখা দেওয়ায় চলতি বছরের ২২ এপ্রিল ওই দেশের সরকার বাংলাদেশে অক্সিজেন রপ্তানি বন্ধ করেন। বর্তমানে ভারতে করোনায় আক্রান্ত ও মৃত্যুহার কমে আসায় দেশটি আবার বাংলাদেশে অক্সিজেন রপ্তানি শুরু করেছে।

বেনাপোল বন্দরের আমদানি ও রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, প্রতিবছর বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৩৫ হাজার টন অক্সিজেন আমদানি হয়ে থাকে। যা চিকিৎসা খাতে ব্যবহৃত হয়। ভারত ধীরে ধীর স্বাভাবিকের দিকে গেলেও বর্তমানে বাংলাদেশে দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যু সংখ্যা।

সহসভাপতি আরও জানান, গতকাল রোববার ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৪৩ হাজার ৭১ জন। মৃত্যু হয়েছে ৯৫৫ জনের। অথচ আড়াই মাস আগে দেশটিতে প্রতিদিন আক্রান্তের সংখ্যা ছিল ৪ লাখের ওপরে। মৃত্যু সংখ্যা ছিল ৪ হাজারের বেশি। এদিকে গতকাল বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার ৬৬১ জন। মৃত্যু হয়েছে ১৫৩ জনের।

বেনাপোল স্থলবন্দরের ট্রাফিক পরিদর্শক একেএম সাইফুদ্দিন জানান, নিষেধাজ্ঞার কারণে এত দিন ভারত থেকে অক্সিজেন আমদানি বন্ধ ছিল। কিন্তু গেল দুই দিনে ভারত ১৯০ টন অক্সিজেন আমদানি হয়েছে। অক্সিজেন আমদানিকারক হিসেবে ছিল বাংলাদেশের লিনডে বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান এবং রপ্তানিকারক হিসেবে ছিল ভারতের লিনডে ইন্ডিয়া। বন্দর থেকে অক্সিজেন ছাড় করাতে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করছেন সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান সারতি এন্টারপ্রাইজ। করোনাকালীন এ সময়ে চিকিৎসা খাতে ব্যবহৃত জরুরি অক্সিজেন যাতে ব্যবসায়ীরা দ্রুত খালাস করতে পারেন এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

যশোর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন, ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন

যবিপ্রবির প্রথম উপাচার্য রফিকুল ইসলাম মারা গেছেন

যশোরে ১৯ মামলার আসামি ‘ত্রাস সোহাগ’ গ্রেপ্তার

৪ কোটি টাকা চাঁদাবাজির মামলায় বিএনপি নেতার বিরুদ্ধে চার্জশিট

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় যশোর সীমান্তে কড়া নজরদারি

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চার দম্পতি ও ১ বৃদ্ধা আটক

যশোরের শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাক’ মিলন ঢাকায় গ্রেপ্তার

ওসমান হাদির মাগফিরাত কামনায় যশোরে দোয়া

যশোরে নিখোঁজ পুলিশ সদস্যের লাশ ২২ দিন পর পঞ্চগড়ে উদ্ধার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুতে যবিপ্রবিতে বিক্ষোভ