যশোরের মনিরামপুরে খালাতো ভাইয়ের কেনা নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে এক তরুণ লাশ হয়ে ফিরেছেন। গতকাল শনিবার রাত পৌনে ১২টার দিকে যশোর-চুকনগর সড়কের আটমাইল এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রঙিন কংক্রিটের পিলারে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) হাসান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত তরুণের নাম শরিফুল ইসলাম রকি (১৯)। তিনি ঢাকুরিয়া উত্তরপাড়ার রবিউল ইসলামের ছেলে।
নিহতের মামা আব্দুল কুদ্দুস বলেন, ‘রকি নতুন মোটরসাইকেল চালানো শিখেছে। শনিবার রাত ১১টার দিকে আটমাইল মোড় থেকে খালাতো ভাইয়ের কাছ থেকে মোটরসাইকেল নিয়ে সে ঘুরতে মনিরামপুরের দিকে যায়। পরে আটমাইলে ফেরার পথে রাত পৌনে ১২টার দিকে মোড়ের অদূরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রঙিন পিলারে সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই মারা যায় রকি।’
উপপরিদর্শক হাসান আলী বলেন, পরিবারের অভিযোগ না থাকায় দাফনের জন্য লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।