হোম > সারা দেশ > যশোর

যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ সদস্যসহ নিহত ২

­যশোর প্রতিনিধি

প্রতীকী ছবি

যশোর সদরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশের এক সদস্যসহ দুজন নিহত ও একজন আহত হয়েছেন। আজ শনিবার সকালে যশোর-ঝিনাইদহ সড়কের ছাতিয়ানতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের আটরা ফাঁড়ির কনস্টেবল ফজলুল হক ও ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাশিপুর গ্রামের ইমান উদ্দিনের ছেলে রিয়াল হাসান। ফজলুল ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ক্ষুদ্র রয়রা গ্রামের বাসিন্দা। আহত হয়েছেন কাশিপুরের শামসুল হকের ছেলে মামুন হোসেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, কনস্টেবল ফজলুল মোটরসাইকেলে করে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। পথে চূড়ামনকাটি ছাতিয়ানতলা এলাকায় যশোরমুখী রিয়াল ও মামুনের মোটরসাইকেলের সঙ্গে তাঁর সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেন। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক কনস্টেবল ফজলুলকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রিয়াল মারা যান। আহত মামুনের অবস্থাও আশঙ্কাজনক।

ওসি হাসনাত আরও জানান, আজ দুপুরে সদরের ফতেপুরে যশোর-নড়াইল মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন। স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে গুরুতর আঘাত পেয়েছেন বাঘারপাড়া উপজেলার ধলগাঁ এলাকার মোস্তফা, বুধোপুরের অনিক ও রিত্তিক, করিমপুরের রিয়াজুল, ছয়বাড়িয়ার জুয়েল ও চাড়াভিটার সাকিব।

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

রানা প্রতাপকে বরফকল থেকে ডেকে নিয়ে মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা তিন সন্ত্রাসী

যশোরে জুলাই যোদ্ধা ছুরিকাহত, এলাকায় আতঙ্ক