হোম > সারা দেশ > যশোর

খুলনায় বাসের সঙ্গে লঞ্চ ধর্মঘট, সাধারণ মানুষের ভোগান্তি

খুলনা প্রতিনিধি

বাস ধর্মঘটের পর এবার ডাকা হয়েছে লঞ্চ ধর্মঘট। শুক্রবার (২১ অক্টোবর) দুপুর পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে লঞ্চ ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন। 

বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন জানান, ১০ দফা দাবিতে তাঁরা যাত্রীবাহী লঞ্চে ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু করেছেন। এর ফলে দুটি রুটে ছয়টি লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। 

বিএনপির নেতাদের অভিযোগ, আগামীকাল শনিবার বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশকে বাধাগ্রস্ত করতে উদ্দেশ্যমূলকভাবে বাস ধর্মঘটের মতো এবার লঞ্চ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। 

নগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন বলেন, ‘খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশকে ব্যাহত করতে কৃত্রিম সংকট দেখিয়ে দুই দিনের পরিবহন ধর্মঘট যে উদ্দেশ্যে ডাকা হয়েছে লঞ্চ ধর্মঘট সে উদ্দেশ্যে ডাকা হয়েছে। এটা একটা পরিষ্কার চক্রান্ত। কোনো বাধাই বিএনপির বিভাগীয় সমাবেশ রুদ্ধ করতে পারবে না।’ 

নছিমন-করিমন-ভটভটিসহ সকল অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে আজ সকাল থেকে খুলনায় দুই দিনের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে খুলনা জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস মালিক সমিতি। 

সব পথে গাড়ি বন্ধের ঘোষণা থাকলেও ঢাকা-খুলনার রুটের বাস যশোর ও গোপালগঞ্জ পর্যন্ত যাবে। সাতক্ষীরামুখী যেসব বাস যশোর হয়ে চলে, সেগুলো চলবে। তবে যেগুলো খুলনা হয়ে চলে সেগুলো বন্ধ থাকবে। মূলত খুলনায় কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না। সেই সঙ্গে খুলনা থেকে বিভিন্ন রুটের গাড়ি ছেড়ে যাবে না এ দুই দিন। যেখানে আগামীকাল শনিবার খুলনায় বিএনপি মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

এদিকে বাস বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। বিভিন্ন স্থানে যেতে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে। সোনাডাঙ্গা বাস টার্মিনালে গিয়ে হতাশ হয়ে ফিরছেন মানুষ। থ্রি–হুইলারে করে যেতে হচ্ছে যশোরে। সময় ও অর্থ দুটোই বেশি লাগছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

রানা প্রতাপকে বরফকল থেকে ডেকে নিয়ে মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা তিন সন্ত্রাসী

যশোরে জুলাই যোদ্ধা ছুরিকাহত, এলাকায় আতঙ্ক

কাবিখার ১৮ প্রকল্প: সহায়কের হাতে প্রকল্পের চাবি