হোম > সারা দেশ > যশোর

যশোরে র‍্যাবের অভিযানে ৩০ ককটেলসহ পিস্তলসদৃশ এয়ারগান উদ্ধার 

যশোর ও বেনাপোল প্রতিনিধি

যশোর শহর ও বেনাপোলে পৃথক অভিযানে ৩০ ককটেল ও একটি পিস্তলসদৃশ এয়ারগান উদ্ধার করেছে র‍্যাব। গতকাল সোমবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি তারা। 

আজ মঙ্গলবার র‍্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য গণমাধ্যমকে জানান। 

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায়, জনগণের জানমালের ক্ষতি ও বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টির জন্য জেলার বিভিন্ন এলাকায় ককটেল বিশেষভাবে সংরক্ষণ করা হচ্ছে। এরপর সোমবার রাতে শহরের বেজপাড়া, চোকদারপাড়া ও আনসার ক্যাম্প শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে দুটি বাজারের ব্যাগে বিশেষভাবে রক্ষিত ৯টি ককটেল ও একটি পিস্তলসদৃশ এয়ারগান উদ্ধার করা হয়। 

একই রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬-এর অপর একটি দল বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের পুকুরের পাশের ঝোপের মধ্য থেকে একটি বালতিভর্তি ২১টি ককটেল উদ্ধার করে। 

মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, ধারণা করা হচ্ছে, বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে উদ্ধার করা ককটেলগুলো একত্রিত করা হয়েছিল। ককটেল মজুতকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

তিনি আরও বলেন, ককটেল ও এয়ারগান বেনাপোল পোর্ট থানা ও কোতোয়ালি মডেল থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে