হোম > সারা দেশ > যশোর

যশোরে র‍্যাবের অভিযানে ৩০ ককটেলসহ পিস্তলসদৃশ এয়ারগান উদ্ধার 

যশোর ও বেনাপোল প্রতিনিধি

যশোর শহর ও বেনাপোলে পৃথক অভিযানে ৩০ ককটেল ও একটি পিস্তলসদৃশ এয়ারগান উদ্ধার করেছে র‍্যাব। গতকাল সোমবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি তারা। 

আজ মঙ্গলবার র‍্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য গণমাধ্যমকে জানান। 

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায়, জনগণের জানমালের ক্ষতি ও বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টির জন্য জেলার বিভিন্ন এলাকায় ককটেল বিশেষভাবে সংরক্ষণ করা হচ্ছে। এরপর সোমবার রাতে শহরের বেজপাড়া, চোকদারপাড়া ও আনসার ক্যাম্প শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে দুটি বাজারের ব্যাগে বিশেষভাবে রক্ষিত ৯টি ককটেল ও একটি পিস্তলসদৃশ এয়ারগান উদ্ধার করা হয়। 

একই রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬-এর অপর একটি দল বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের পুকুরের পাশের ঝোপের মধ্য থেকে একটি বালতিভর্তি ২১টি ককটেল উদ্ধার করে। 

মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, ধারণা করা হচ্ছে, বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে উদ্ধার করা ককটেলগুলো একত্রিত করা হয়েছিল। ককটেল মজুতকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

তিনি আরও বলেন, ককটেল ও এয়ারগান বেনাপোল পোর্ট থানা ও কোতোয়ালি মডেল থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

৪ কোটি টাকা চাঁদাবাজির মামলায় বিএনপি নেতার বিরুদ্ধে চার্জশিট

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় যশোর সীমান্তে কড়া নজরদারি

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চার দম্পতি ও ১ বৃদ্ধা আটক

যশোরের শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাক’ মিলন ঢাকায় গ্রেপ্তার

ওসমান হাদির মাগফিরাত কামনায় যশোরে দোয়া

যশোরে নিখোঁজ পুলিশ সদস্যের লাশ ২২ দিন পর পঞ্চগড়ে উদ্ধার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুতে যবিপ্রবিতে বিক্ষোভ

যশোরে আচরণবিধি লঙ্ঘন করে নেতা-কর্মীদের শোডাউন, বিএনপি প্রার্থীকে শোকজ

বেনাপোলে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য

দুদকের জালে এমপি মন্ত্রী আমলা