হোম > সারা দেশ > যশোর

ছাত্র আন্দোলনে কিশোর হত্যা মামলার আসামি রুস্তম ভারতে যাওয়ার সময় গ্রেপ্তার

বেনাপোল (যশোর) প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিশোর আদিল নিহতের ঘটনায় করা হত্যা মামলার আসামি রুস্তম খন্দকারকে যশোরের বেনাপোলে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রুস্তম ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। 

রুস্তমকে গ্রেপ্তারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক মজুমদার। তিনি বলেন, ‘রুস্তমকে বেনাপোল পোর্ট থানা-পুলিশে সোপর্দ করা হয়েছে। পরে ফতুল্লা থানায় সোপর্দ করা হবে।’ 

ওসি ফারুক জানান, অপরাধীরা যাতে পালাতে না পারেন, সে জন্য চেকপোস্ট ইমিগ্রেশন ভবনে নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, বিজিবি ও সরকারের গোয়েন্দা সংস্থা। আজ রুস্তম খন্দকার বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশ করলে সেখানে কর্মরত নিরাপত্তাকর্মীদের সন্দেহ হয়। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে জানা গেছে তিনি ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিশোর আদিল হত্যা মামলার আসামি। এ ছাড়া তিনি ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। 

এদিকে, গতকাল বুধবার বেনাপোল ইমিগ্রেশন থেকে শেরপুর জেলা আওয়ামী লীগের সেক্রেটারি চন্দন কুমার পালকে আটক করে পুলিশ। তাঁকে ভারতে পাঠাতে সিন্ডিকেটের সঙ্গে পাঁচ লাখ টাকা চুক্তি হয়েছিল বলে জানা গেছে। এ ছাড়া, কয়েক দিন আগে ভারতে প্রবেশের সময় যশোর জেলা ছাত্রলীগের সভাপতি ও এক বিজিবি সদস্যকে ইমিগ্রেশন থেকে আটক করা হয়।

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

তীব্র শীতে নাকাল জনজীবন

কর্মসূচি থেকে ফেরার পথে পিকআপের ধাক্কায় জামায়াত নেতা নিহত

যশোরে জোট নয়, বিএনপি থেকে প্রার্থীর দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ: স্ট্রোক করা মিজানকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন স্ত্রী ও শ্যালক, মারা গেলেন সবাই

টানা দ্বিতীয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, ঠান্ডা বাতাসে দুর্বিষহ জীবন

যশোর বিএনপি : ৩ আসনে প্রার্থী বদল, মাঠে বঞ্চিত ১০ জন

যশোর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন, ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন

যবিপ্রবির প্রথম উপাচার্য রফিকুল ইসলাম মারা গেছেন

যশোরে ১৯ মামলার আসামি ‘ত্রাস সোহাগ’ গ্রেপ্তার