হোম > সারা দেশ > যশোর

যুদ্ধ হবে আরেকবার হাতিয়ার হবে ছাত্রদল: শামসুজ্জামান দুদু

যশোর প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘ছাত্ররাই ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, উনসত্তরের গণ-অভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ করেছে। ছাত্ররাই প্রথমেই বুকের রক্ত রাজপথে ঢেলে দিয়েছে। তাহলে কেন এই কর্তৃত্ববাদী স্বৈরশাসকের কাছে ছাত্ররা মাথা নোয়াবে? এই স্বৈরশাসকের বিরুদ্ধে দেশে আরেকবার যুদ্ধ হবে। সেই যুদ্ধের হাতিয়ার হবে ছাত্রদল।’

শামসুজ্জামান দুদু বলেন, ‘বাংলাদেশে যা কিছুই করে ছাত্ররা করে, ছাত্রদল করে। জিয়ার সৈনিকেরা করে। খালেদা জিয়া-তারেক জিয়ার সৈনিকেরা করে। এই ছাত্রদলের ওপর আমরা শুধু ভরসা করি না। রয়েছে বিশ্বাস, আস্থা, দৃঢ়তা।’

আজ বুধবার সন্ধ্যায় যশোর শহরের চারখাম্বামোড় এলাকার একটি হোটেল চত্বরে আয়োজিত খুলনা বিভাগীয় ছাত্রদলের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু এই মন্তব্য করেন। অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া।

কেন্দ্রীয় ছাত্রদলের আয়োজনে শামসুজ্জামান দুদু আরও বলেন, ‘ছাত্রদলই কর্তৃত্ববাদী শাসনকে মাটি থেকে চিরদিনের মতো উপড়িয়ে তুলতে পারে। আমরা যদি আমাদের তরুণ নেতা তারেক জিয়ার কথামতো চলতে না পারি তাহলে দেশনায়ক খালেদা জিয়াকে মুক্ত করতে পারব না। আমাদের নেতাকে লন্ডন থেকে ফিরিয়ে আনতে পারব না। এই ছাত্র সমাজ আর ছাত্রদলের ওপর তারেক রহমান যে আশা করেছে, সেটা সবাইকে পূরণ করতে হবে।’

ছাত্রদলের অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে বলে দাবি করে শামসুজ্জামান দুদু বলেন, ‘স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সব আন্দোলনে ছাত্রদল নেতৃত্ব দিয়েছে।’ 
 
ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কণ্ডু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আামিরুজ্জামান খান শিমুল, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্যসচিব সৈয়দ সাবেরুল হক সাবু প্রমুখ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। ইফতার মাহফিলে খুলনা বিভাগের ১০ জেলার বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

রানা প্রতাপকে বরফকল থেকে ডেকে নিয়ে মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা তিন সন্ত্রাসী

যশোরে জুলাই যোদ্ধা ছুরিকাহত, এলাকায় আতঙ্ক

কাবিখার ১৮ প্রকল্প: সহায়কের হাতে প্রকল্পের চাবি

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

যশোরে দুটি আসনে বিএনপির প্রার্থীসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল