হোম > সারা দেশ > যশোর

চৌগাছায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে সুমাইয়া নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার পাশাপোল ইউনিয়নের পাশাপোল পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রহিমের মেয়ে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে এ ঘটনা ঘটে। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বিষয়টি নিশ্চিত করেছেন। 

শিশুটির মা মিনি খাতুন বলেন, ‘আমি সকালের খাবার খাইয়ে দেওয়ার পর টিউবওয়েলের প্ল্যাটফর্মে ময়লা পানি নিয়ে খেলছিল। আমি বলি, তুমি এটা করছ কেন? এরপর গেট দিয়ে খেলতে বের হয়ে যায়। কিছুক্ষণ পরে আমি মেয়েকে আর খুঁজে না পেয়ে পাড়ায় কয়েক বাড়িতে জিজ্ঞেস করলে জানায়, তাদের বাড়িতে আসেনি। তখন আমার হঠাৎ কী মনে হলে পাশের পুকুরে খুঁজতে যাই। সেখানে গিয়ে দেখি আমার সোনা পুকুরে ভাসছে। এরপর স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।’ 

চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক খন্দকার জুলকার ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। 

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

রানা প্রতাপকে বরফকল থেকে ডেকে নিয়ে মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা তিন সন্ত্রাসী

যশোরে জুলাই যোদ্ধা ছুরিকাহত, এলাকায় আতঙ্ক

কাবিখার ১৮ প্রকল্প: সহায়কের হাতে প্রকল্পের চাবি

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

যশোরে দুটি আসনে বিএনপির প্রার্থীসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল

খালেদা জিয়ার জানাজায় অসুস্থ হয়ে পড়া যুবকের মৃত্যু