হোম > সারা দেশ > যশোর

কেশবপুরে ঘুমের মধ্যে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুরে ঘুমের মধ্যে সাপের কামড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রাতে ওই কিশোরকে পার্শ্ববর্তী ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক করায় পরিবার। অবস্থার অবনতি হলে আজ সোমবার খুলনা মেডিকেল কলেজে নেওয়ার পথে মৃত্যু হয় কিশোরের। 

মৃত স্কুলছাত্রের নাম—দিপু মল্লিক (১৫)। সে উপজেলার সরাপপুর গ্রামের রামপ্রসাদ মল্লিকের একমাত্র ছেলে। দিপু উপজেলার ভালুকঘর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির বাণিজ্য বিভাগের শিক্ষার্থী ছিল। 

পরিবার ও স্থানীয়রা বলছে, দিপু মল্লিক রোববার রাতে নিজের ঘরে মশারি টাঙিয়ে ঘুমিয়ে ছিল। রাত ১১টার দিকে মশারির ভেতর বিষধর সাপ ঢুকে তার ডান হাতে কামড় দেয়। শরীরে বিষের যন্ত্রণা শুরু হওয়ায় পরিবারের সদস্যদের জানালে বাড়ির পাশের ওঝা গৌর চন্দ্র নন্দীর কাছে নেওয়া হয়। ওঝা রাতে ঝাড়ফুঁক করে বিষ নামাতে ব্যর্থ হন। 

পরে অবস্থার অবনতি হলে ভোরে দিপুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ডুমুরিয়া এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়। মৃত্যুর খবরে পরিবার, স্বজনসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শোকের সৃষ্টি হয়। 

ভালুকঘর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘দিপু মল্লিক নবম শ্রেণির বাণিজ্য বিভাগের মেধাবী ছাত্র ছিল। তার মৃত্যুর খবরে বিদ্যালয়ের সকলেই শোকাহত হয়ে পড়েছে।’ 

ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের সদস্য ইলিয়াজ সবুজ বলেন, ‘সাপের কামড়ে নিহত দিপু মল্লিক সোমবার বিকেলে ভালুকঘর রথখোলা শ্মশানে সৎকার করা হয়েছে।’

যশোরে নিখোঁজ পুলিশ সদস্যের লাশ ২২ দিন পর পঞ্চগড়ে উদ্ধার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুতে যবিপ্রবিতে বিক্ষোভ

যশোরে আচরণবিধি লঙ্ঘন করে নেতা-কর্মীদের শোডাউন, বিএনপি প্রার্থীকে শোকজ

বেনাপোলে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য

দুদকের জালে এমপি মন্ত্রী আমলা

জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঘটিয়েছি রাজাকারের আস্ফালন দেখার জন্য নয়: মেঘমল্লার বসু

যশোরে বাবার সামনেই ছুরিকাঘাতে ছেলেকে হত্যা

যশোর কারাগারে আত্মহত্যা করেছেন ‘দেশসেরা উদ্ভাবক’ মিজান

যশোরে বিএনপি অফিসে হামলা: আ.লীগ নেতা কারাগারে

শীতের রোগে শয্যাসংকট