হোম > সারা দেশ > যশোর

বেনাপোল বন্দরে ৩০ লাখ টাকার নকল ওষুধসহ কাভার্ডভ্যান জব্দ

প্রতিনিধি, শার্শা (যশোর)

বেনাপোল বন্দরের ৯ গেট এলাকা থেকে ৩০ লাখ টাকা মূল্যের নকল ওষুধ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে কাস্টমসের আইআরএম টিমের সদস্যরা। আজ বুধবার দুপুরে বেনাপোল কাস্টমস হাউসের উপকমিশনার এস এম শামিমুর রহমানের নেতৃত্বে ওষুধের এ চালানটি জব্দ করা হয়। 

বেনাপোল কাস্টমস হাউসের উপ-কমিশনার শামিমুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি কাভার্ডভ্যানে বিপুল পরিমাণ নকল ওষুধ পাচার করা হবে বলে জানা যায়। পরে বন্দরের সিজিসি ৯ নং গেট এলাকায় একটি কাভার্ড ভ্যানে অভিযান চালিয়ে কাভার্ড ভ্যানটি জব্দ করে। তল্লাশি চালিয়ে কাভার্ড ভ্যানের মধ্য থেকে বিপুল পরিমাণে নকল ওষুধ পাওয়া যায়। 

জব্দকৃত ওষুধের মধ্যে রয়েছে রেকন, প্যান্ডোভির, রেমিভির ইত্যাদি। এসব ওষুধ কিছু ভারতীয় ও কিছু বাংলাদেশি তৈরি বলে গায়ে লেখা রয়েছে। প্রাথমিক ভাবে খবর নিয়ে জানা গেছে জব্দকৃত ওষুধগুলো নকল। এর আগে অভিযানের খবর পেয়ে ট্রাক ফেলে পালিয়ে যায় চালক। 

শামিমুর রহমান আরও জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। সম্প্রতি আমদানি পণ্যের সঙ্গে এমন চোরাচালান বেড়েছে বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য এর আগেও পণ্যবাহী ট্রাকে ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার করেছে কাস্টমস সদস্যরা। 

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড