হোম > সারা দেশ > যশোর

অপরিকল্পিত সেতু নির্মাণ করে আর নদী হত্যা করতে দেওয়া হবে না : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অপরিকল্পিত সেতু নির্মাণ করে আর নদী হত্যা করতে দেওয়া হবেনা বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ বুধবার সকালে যশোরের শিল্প-বানিজ্য ও বন্দর নগর নওয়াপাড়া নদীবন্দরের টার্মিনাল ভবনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘অপরিকল্পিত সেতু নির্মাণ করে নদী হত্যা করতে দেওয়া হবেনা। নদীর জায়গা নদীকে ফেরত দিতে হবে। অবৈধভাবে দখলদারদের কবল থেকে নদী বাঁচাতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এ ছাড়া ইতিমধ্যে নওয়াপাড়া নদীবন্দরের উন্নয়নে সাড়ে ৩০০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। এখানে ২০ একর জমি অধিগ্রহণ করে পণ্য লোড আনলোডের জন্য ২টি জেটি নির্মাণ করা হবে। খুলনায় একটি ড্রেজার বেজ তৈরি করা হয়েছে। এটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। এই অঞ্চলের নদী রক্ষায় সার্বক্ষনিক ১০ থেকে ১২টি ড্রেজার কাজ করবে।’ 

মতবিনিময় সভায় অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুলের সঞ্চালনায় বক্তব্য দেন, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান গোলাম সাদিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের জ্যৈষ্ঠ সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন, নওয়াপাড়া সার সিমেন্ট ও খাদ্য শষ্য ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আবদুল গণি সরদার। 

এ সময় উপস্থিত ছিলেন, যশোর জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য আবদুর রউফ মোল্যা, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম শামীম হাসান, নওয়াপাড়া সার সিমেন্ট খাদ্য শষ্য ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন প্রমুখ।

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ