হোম > সারা দেশ > যশোর

অভয়নগরে সামাজিক সম্প্রীতি রক্ষায় মতবিনিময়

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলায় ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় উপজেলা আওয়ামী লীগের সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের মতবিনিময় সভা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ মতবিনিময় সভা হয়। 

সভায় বক্তারা বলেন, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো অপশক্তিকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার সুযোগ দেওয়া যাবে না। এ দেশ সব সম্প্রদায়ের। তাই সবাইকে মিলেমিশে একত্রে থাকতে হবে। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান বাপ্পী, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ কবীর হোসেন জনি, দপ্তর সম্পাদক গোলাম জহিরুল হক লিখন, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক দুলাল অধিকারী, সহদপ্তর সম্পাদক আলমগীর মিনা, ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন, আব্দুল মাজেদ মুন্সী, নাসির ফারাজী, ফারাজী মনির হাসান তাপস প্রমুখ।

অন্যদিকে উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি বিষ্ণুপদ দত্ত, সহসভাপতি অধীর কুমার পাড়ে, শেখর চন্দ্র সাহা ও শংকর সিংহ। 

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

রানা প্রতাপকে বরফকল থেকে ডেকে নিয়ে মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা তিন সন্ত্রাসী

যশোরে জুলাই যোদ্ধা ছুরিকাহত, এলাকায় আতঙ্ক

কাবিখার ১৮ প্রকল্প: সহায়কের হাতে প্রকল্পের চাবি

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

যশোরে দুটি আসনে বিএনপির প্রার্থীসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল

খালেদা জিয়ার জানাজায় অসুস্থ হয়ে পড়া যুবকের মৃত্যু