হোম > সারা দেশ > যশোর

অভয়নগরে সামাজিক সম্প্রীতি রক্ষায় মতবিনিময়

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলায় ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় উপজেলা আওয়ামী লীগের সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের মতবিনিময় সভা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ মতবিনিময় সভা হয়। 

সভায় বক্তারা বলেন, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো অপশক্তিকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার সুযোগ দেওয়া যাবে না। এ দেশ সব সম্প্রদায়ের। তাই সবাইকে মিলেমিশে একত্রে থাকতে হবে। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান বাপ্পী, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ কবীর হোসেন জনি, দপ্তর সম্পাদক গোলাম জহিরুল হক লিখন, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক দুলাল অধিকারী, সহদপ্তর সম্পাদক আলমগীর মিনা, ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন, আব্দুল মাজেদ মুন্সী, নাসির ফারাজী, ফারাজী মনির হাসান তাপস প্রমুখ।

অন্যদিকে উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি বিষ্ণুপদ দত্ত, সহসভাপতি অধীর কুমার পাড়ে, শেখর চন্দ্র সাহা ও শংকর সিংহ। 

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড