হোম > সারা দেশ > গাজীপুর

তাবলিগের সাদপন্থীদের মুখপাত্র মুয়াজ বিন নূর ৩ দিনের রিমান্ডে

গাজীপুর প্রতিনিধি

মুয়াজ বিন নূর ৩ দিনের রিমান্ডে। ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে গত ১৮ ডিসেম্বর রাতে বিবদমান দুপক্ষের হামলা-সংঘর্ষে তিন মুসল্লি নিহতের ঘটনায় গ্রেপ্তার সাদপন্থীদের মুখপাত্র মুয়াজ বিন নূরের (৪০) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার সকালে গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আলমগীর আল মামুন শুনানি শেষে তাঁর রিমান্ড মঞ্জুর করেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্তকারী কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।

এর আগে সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মুয়াজ বিন নূরকে আদালতে হাজির করে। এ সময় পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়।

নূর ঢাকার উত্তরা ৭ নম্বর সেক্টরের নূর মোহাম্মদের ছেলে। তিনি সাদপন্থীদের মুখপাত্র হিসেবে পরিচিত এবং জুবায়েরপন্থীদের করা হত্যা মামলার ৫ নম্বর আসামি। গত শুক্রবার ভোরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, টঙ্গীর ইজতেমা মাঠে তিন খুনের ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। মামলার ৫ নম্বর আসামি মুয়াজ বিন নূরকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাঁকে হাজির করা হলে আজ রিমান্ড শুনানির দিন ধার্য করেছিলেন আদালত।

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা