হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে মহাসড়কে অবস্থান নিয়ে বিএনপির বিক্ষোভ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীতে বিএনপির বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

আওয়ামী লীগের ডাকা কর্মসূচির প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীতে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন টঙ্গী থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ রোববার সকাল ১০টার দিকে তাঁরা এই কর্মসূচি পালন করেন।

সকালে টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কের গাজীপুরা, হোসেন মার্কেট, কলেজগেট, চেরাগ আলী, মিলগেট, স্টেশন রোড ও টঙ্গী বাজারের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে বিক্ষোভ মিছিলটি মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘোরে।

বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে বক্তারা বলেন, ‘আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কেউ যদি কোনো প্রকার নাশকতার চেষ্টা করে, তাহলে তাদের প্রতিহত করা হবে। আমরা দিনভর মহাসড়কসহ পাড়া-মহল্লায় অবস্থান নিয়ে নাশকতা প্রতিহত করব।’

এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান নূর, গাজীপুর মহানগর তাঁতীদলের আহ্বায়ক তাজুল ইসলাম ব্যাপারী, ছাত্রদল নেতা মাহমুদুল হাসান মিরন, শেখ মোহাম্মদ সুমন, আবু বকর সিদ্দিক, আতিকুর রহমান আতিক, আরেফিন সিদ্দিক বুলবুল, এস এম মশিউর রহমান প্রমুখ।

ইটভাটায় ডেকে নিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪টি গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার