হোম > সারা দেশ > ঢাকা

কোনো সাংবাদিক অহেতুক হয়রানির শিকার হবেন না: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলব করলেও কোনো সাংবাদিক অহেতুক হয়রানির শিকার হবেন না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।  

সচিবালয়ে মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, আব্দুল জলিল ভূঁইয়া, ওমর ফারুক, কুদ্দুস আফ্রাদ ও সাজ্জাদ আলম খান তপুর সঙ্গে বৈঠক করে তাঁদের এই আশ্বাস দেন তথ্যমন্ত্রী। 

হাছান মাহমুদ বলেন, সরকার যে কারো হিসাব চাইতে পারে, কিন্তু কেন সংগঠনের নাম দিয়ে চাওয়া হলো, এটিই তাঁদের উদ্বেগের কারণ। আমি তাঁদেরকে বলেছি অহেতুক যাতে কেউ হয়রানির শিকার না হয়, সে বিষয়টি তথ্যমন্ত্রী হিসেবে আমি দেখব। 

এই হিসাব চাওয়ার প্রেক্ষিতে সরকারের সঙ্গে সাংবাদিকদের যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয়, সেদিকে নজর রাখার জন্য বলেছেন মন্ত্রী। কেউ যাতে সরকারের সঙ্গে সাংবাদিকদের দূরত্ব সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ জানান তিনি। 

ছয়টি সংগঠনের ১১ জন সাংবাদিক নেতার ব্যাংক হিসাবের তথ্য চেয়ে তাঁদের চিঠি দিয়েছে বিএফআইইউ। চিঠিতে সাংবাদিক নেতাদের কে কোন রাজনৈতিক দলের অনুসারী তা চিঠিতে তুলে ধরা হয়। এভাবে চিঠি দেওয়ার সাংবাদিক নেতাদের সম্মানহানি হয়েছে দাবি করে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকেরা। 

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ