রেলক্রসিং দুর্ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি।
রিটে আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত এবং সম্প্রতি মীরসরাই ও গোপালগঞ্জে রেলক্রসিং দুর্ঘটনায় হতাহতদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার নিদের্শনা চাওয়া হয়েছে।
এদিকে আজ বুধবার রিট করার পর হাইকোর্টের একটি বেঞ্চে আবেদনটি উপস্থাপন করেন রনির আইনজীবী তাপস কান্তি বল। এ সময় একজন বিচারপতি বিষয়টি শুনতে অপারগতা প্রকাশ করেন।
পরে ব্যারিস্টার তাপস কান্তি বল বলেন, ‘আমরা এখন রিটটি অন্য একটি বেঞ্চে উপস্থাপন করব।’
মহিউদ্দিন রনি সম্পর্কিত আরও পড়ুন: