হোম > সারা দেশ > ঢাকা

সুব্রত বাইন ও তাঁর তিন সহযোগীর ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে মো. ফাতেহ আলী (৬১)-সহ চারজনের ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। রাজধানীর হাতিরঝিল থানায় করা অস্ত্র আইনের একটি মামলায় এ রিমান্ড চাওয়া হয়।

আজ বুধবার মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রিয়াদ আহমেদ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে এ আবেদন দাখিল করেন। বিকেলে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

অন্য আসামিরা হলেন—আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ (৫৩), এম এ এস শরিফ (২৫) এবং মো. আরাফাত ইবনে মাসুদ (৪৩)।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, ২০০১ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুব্রত বাইন ও তাঁর সহযোগী মোল্লা মাসুদসহ ২৩ জন শীর্ষ সন্ত্রাসীর নাম প্রকাশ করে এবং তাঁদের ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করে। তাঁরা ‘সেভেন স্টার গ্রুপ’ নামে একটি সন্ত্রাসী গ্রুপ পরিচালনা করতেন।

সুব্রত বাইন সে সময় খুন, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ সংঘটনের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলে। পরবর্তীতে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাভোগ করেন।

ইন্টারপোলের রেড নোটিশ জারি করা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তাঁর তিন সহযোগীকে গতকাল মঙ্গলবার ভোরে কুষ্টিয়ার কালিশংকরপুর থেকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। দেড় মাস আগে তাঁরা ওই বাসা ভাড়া নিয়েছিলেন বলে জানান স্থানীয়রা।

আরও খবর পড়ুন:

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তি রক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

‘ছোট ভাই প্রটেকশন বাড়াও’— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী