হোম > সারা দেশ > ঢাকা

ইভ্যালি পরিচালনা কমিটির চেয়ারম্যানের অপসারণ চান গ্রাহকেরা  

ঢাবি প্রতিনিধি

ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল, চেয়ারম্যান শামীমা নাসরিনের মুক্তি ও ইভ্যালি পরিচালনা নিয়ে হাইকোর্টের গঠিত কমিটির চেয়ারম্যান শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে ভিত্তিহীন বক্তব্য দেওয়া অভিযোগ এনে তাঁর অপসারণের দাবি জানিয়েছে ইভ্যালির ভোক্তা ও মার্চেন্টরা। 

আজ শুক্রবার বিকেল তিনটায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে 'ইভ্যালির মার্চেন্ট, ভোক্তাবৃন্দের' ব্যানারে সমাবেশ করে গ্রাহকেরা। সমাবেশে তারা এ দাবি জানান।

আন্দোলনের সমন্বয়ক মো. নাসির উদ্দিন বলেন, 'ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যানের মুক্তি ছাড়া এ ব্যবসা পরিচালনা করা সম্ভব না। তাই তাদেরকে মুক্তি দিয়ে নজরদারির মাধ্যমে ব্যবসা পরিচালনা করার সুযোগ করে দিক। আর ইভ্যালি পরিচালনা করার জন্য হাইকোর্টের গঠিত কমিটির চেয়ারম্যান শামসুদ্দিন চৌধুরী মানিক কোনো বোর্ড মিটিং করার আগে ইভ্যালি সম্পর্কে ভিত্তিহীন, মিথ্যা বক্তব্য দিচ্ছেন। তিনি ই-কমার্স ব্যাক গ্রাউন্ডের নয়। আমরা অনতিবিলম্বে শামসুদ্দিন চৌধুরী মানিকের অপসারণ দাবি করছি। 

নাসির উদ্দিন আরো বলেন, 'যদি আমাদের দাবি মানা না হয় আমরা অচিরেই আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব।' 

তাদের ৭ দফা দাবিগুলো হলো:

১. ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনের মুক্তি দিতে হবে। 
২. রাসেলকে নজরদারির মাধ্যমে দিকনির্দেশনা দিয়ে ব্যবসায় করার সুযোগ দিতে হবে। 
৩. এসক্রো সিস্টেম চালু হওয়ার পূর্বে অর্ডারকৃত পন্য ডেলিভারি দিতে রাসেল সময় চেয়েছে, আমরা তাকে সময় দিয়ে সহযোগীতা করতে চাই। 
৪. বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ইক্যাব, পেমেন্ট গেটওয়ে, মার্চেন্ট এবং ভোক্তা প্রতিনিধিদের সমন্বয় কমিটি গঠন করতে হবে। 
৫. করোনার সময়ে বিভিন্ন খাতের মতো ই-কমার্স প্ল্যাটফর্মগুলোকে প্রণোদনা দিতে হবে। 
৬. ই-কমার্স প্ল্যাটফর্মগুলোকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে বাধ্যতামূলক লাইসেন্স নিতে হবে ব্যাংক গ্যারান্টিসহ। 
৭. ই-কমার্স বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় খাত, যেখানে হাজার হাজার উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে এবং লক্ষ লক্ষ কর্মসংস্থান হচ্ছে এই সেক্টরকে সরকারি ভাবে সুরক্ষা দিতে হবে।

ই-কমার্স সম্পর্কিত আরও পড়ুন:

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক