হোম > সারা দেশ > ঢাকা

রেলস্টেশনে কোনো অবৈধ স্থাপনা থাকবে না : জিআইবিআর

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: দেশের সকল রেলস্টেশনে কোনো ধরনের অবৈধ স্থাপনা থাকতে পারবে না। যারা এসব অবৈধ স্থাপনা গড়ে তুলবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের পরিদর্শক (জিআইবিআর) অসীম কুমার তালুকদার।

আজ মঙ্গলবার সকালে কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করতে এসে তিনি এসব কথা বলেন। এর আগে রেলস্টেশন ঘুরে দেখেন তিনি।

রেলস্টেশন পরিদর্শনের সময় অসীম কুমার তালুকদার বলেন, কমলাপুরের মতো প্রতিটি স্টেশন নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। স্টেশনের আঙিনায় অবৈধ দোকানপাট গড়ে উঠতে দেওয়া যাবে না। তা ছাড়া এখন বৃষ্টির মৌসুম, তাই হঠাৎ বৃষ্টি হতে পারে। অতিরিক্ত বৃষ্টি হলে পানি জমে রেললাইন ট্র্যাকের নিচ থেকে মাটি কমে যেতে পারে, তখন ঘটতে পারে দুর্ঘটনা। ফলে রেলের ট্র্যাকগুলো নিয়মিত পরিদর্শন করতে হবে।

অসীম কুমার তালুকদার বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী করোনার এই সময়ে কোনো ট্রেনে অর্ধেকের বেশি অর্থাৎ অতিরিক্ত যাত্রী বহন না করতে পারে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে যাত্রীদের স্টেশনে প্রবেশ করানোর বিষয়ে আরও গুরুত্ব দিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকার বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাদিকুর রহমান, বিভাগীয় রেলওয়ের প্রধান  বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসী, কমলাপুর রেল স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ারসহ বিভাগীয় অন্যান্য কর্মকর্তারা।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল