হোম > সারা দেশ > ঢাকা

রেলস্টেশনে কোনো অবৈধ স্থাপনা থাকবে না : জিআইবিআর

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: দেশের সকল রেলস্টেশনে কোনো ধরনের অবৈধ স্থাপনা থাকতে পারবে না। যারা এসব অবৈধ স্থাপনা গড়ে তুলবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের পরিদর্শক (জিআইবিআর) অসীম কুমার তালুকদার।

আজ মঙ্গলবার সকালে কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করতে এসে তিনি এসব কথা বলেন। এর আগে রেলস্টেশন ঘুরে দেখেন তিনি।

রেলস্টেশন পরিদর্শনের সময় অসীম কুমার তালুকদার বলেন, কমলাপুরের মতো প্রতিটি স্টেশন নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। স্টেশনের আঙিনায় অবৈধ দোকানপাট গড়ে উঠতে দেওয়া যাবে না। তা ছাড়া এখন বৃষ্টির মৌসুম, তাই হঠাৎ বৃষ্টি হতে পারে। অতিরিক্ত বৃষ্টি হলে পানি জমে রেললাইন ট্র্যাকের নিচ থেকে মাটি কমে যেতে পারে, তখন ঘটতে পারে দুর্ঘটনা। ফলে রেলের ট্র্যাকগুলো নিয়মিত পরিদর্শন করতে হবে।

অসীম কুমার তালুকদার বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী করোনার এই সময়ে কোনো ট্রেনে অর্ধেকের বেশি অর্থাৎ অতিরিক্ত যাত্রী বহন না করতে পারে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে যাত্রীদের স্টেশনে প্রবেশ করানোর বিষয়ে আরও গুরুত্ব দিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকার বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাদিকুর রহমান, বিভাগীয় রেলওয়ের প্রধান  বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসী, কমলাপুর রেল স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ারসহ বিভাগীয় অন্যান্য কর্মকর্তারা।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন