হোম > সারা দেশ > ঢাকা

ইসলামবাগে ঠেলাগাড়ির নিচে পড়ে শিশুর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগে ঠেলাগাড়ির নিচে পড়ে সাইফুল ইসলাম নামে আড়াই বছরের এক শিশু মারা গেছে। আজ শুক্রবার বেলা ১টার দিকে ইসলামবাগ আলীরঘাট বাসার সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা ৩টায় তাকে মৃত ঘোষণা করেন। 

মৃত সাইফুলের মা লিপি বেগম আজকের পত্রিকাকে জানায়, তাদের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলায়। সাইফুলের বাবার নাম শিপন মৃধা। এক ছেলে দুই মেয়েকে নিয়ে ইসলামবাগ আলীরঘাট একটি চারতলা বাড়ির ৩য় তলায় ভাড়া থাকেন তাঁরা। 

লিপি বেগম আরও জানান, ব্যবসার কাজে সাইফুলের বাবা গ্রামের বাড়িতে গেছেন। সন্তানদের নিয়ে দুপুরে বাসাতেই ছিলেন তিনি। আজ এলাকাতে একটি অনুষ্ঠানের দাওয়াত ছিল তাঁদের সবার। দুপুরে তিনি গোসলখানায় গোসল করছিলেন। এ সময় মেয়ে দিয়া মনি (৯) সাইফুলকে নিয়ে অনুষ্ঠানে যেতে বের হয়। কিছুক্ষণ পর তিনি গোসলখানা থেকে বের হয়ে তাঁদের বাসায় দেখতে না পেয়ে রাস্তায় খুঁজতে যান। তখনই দেখতে পান আহত অবস্থায় পথচারীরা শিশুটিকে কোলে করে হাসপাতালে নিয়ে যাচ্ছে। 

শিপন মৃধার কারখানার কর্মচারী সিহাব হোসেন জানান, বাসার সামনের রাস্তাতে একটি বালু বোঝাই ঠেলাগাড়ির নিচে চাপা পড়েছিল শিশুটি। শিশুটিকে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত ছাড়াই শিশুটিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে