হোম > সারা দেশ > ঢাকা

ইসলামবাগে ঠেলাগাড়ির নিচে পড়ে শিশুর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগে ঠেলাগাড়ির নিচে পড়ে সাইফুল ইসলাম নামে আড়াই বছরের এক শিশু মারা গেছে। আজ শুক্রবার বেলা ১টার দিকে ইসলামবাগ আলীরঘাট বাসার সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা ৩টায় তাকে মৃত ঘোষণা করেন। 

মৃত সাইফুলের মা লিপি বেগম আজকের পত্রিকাকে জানায়, তাদের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলায়। সাইফুলের বাবার নাম শিপন মৃধা। এক ছেলে দুই মেয়েকে নিয়ে ইসলামবাগ আলীরঘাট একটি চারতলা বাড়ির ৩য় তলায় ভাড়া থাকেন তাঁরা। 

লিপি বেগম আরও জানান, ব্যবসার কাজে সাইফুলের বাবা গ্রামের বাড়িতে গেছেন। সন্তানদের নিয়ে দুপুরে বাসাতেই ছিলেন তিনি। আজ এলাকাতে একটি অনুষ্ঠানের দাওয়াত ছিল তাঁদের সবার। দুপুরে তিনি গোসলখানায় গোসল করছিলেন। এ সময় মেয়ে দিয়া মনি (৯) সাইফুলকে নিয়ে অনুষ্ঠানে যেতে বের হয়। কিছুক্ষণ পর তিনি গোসলখানা থেকে বের হয়ে তাঁদের বাসায় দেখতে না পেয়ে রাস্তায় খুঁজতে যান। তখনই দেখতে পান আহত অবস্থায় পথচারীরা শিশুটিকে কোলে করে হাসপাতালে নিয়ে যাচ্ছে। 

শিপন মৃধার কারখানার কর্মচারী সিহাব হোসেন জানান, বাসার সামনের রাস্তাতে একটি বালু বোঝাই ঠেলাগাড়ির নিচে চাপা পড়েছিল শিশুটি। শিশুটিকে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত ছাড়াই শিশুটিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে