হোম > সারা দেশ > মাদারীপুর

ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন রাব্বি, গুলিতে গেল প্রাণ

মাদারীপুর প্রতিনিধি

ছেলের স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হবে। তাই রিকশাচালক বাবা অনেক কষ্ট করে ছেলেকে শরীয়তপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে ভর্তি করান। ইঞ্জিনিয়ার হয়ে বাবাকে একটু শান্তি দেবেন। এই স্বপ্ন নিয়ে এগোতে থাকলেও কোটা সংস্কার আন্দোলনে প্রাণ দিতে হলো ছেলে ইসমাইল হোসেন রাব্বিকে। 

মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের পাঁচখোলা গ্রামের রিকশাচালক মিরাজ তালুকদার ও পারভীন বেগমের ছেলে ইসমাইল হোসেন রাব্বি (২১)। দুই বোন ও ভাই একাই ছিলেন রাব্বি। তিনি সবার ছোট। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারটিতে চলছে শোকের মাতম। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, কোটা সংস্কার আন্দোলন শুরু হলে রাব্বি শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেন। ১৯ জুলাই ঢাকার শাহবাগ এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে রাব্বিও ছিলেন। আন্দোলনরত অবস্থায় মাথায় গুলিবিদ্ধ হয়ে রাব্বি মারা যান। পরে তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছিল। 

এদিকে ছেলেকে না পেয়ে বিভিন্ন জায়গায় খুঁজে বেড়িয়েছেন তাঁর পরিবার। অবশেষে ৪ আগস্ট রাতে পরিবার জানতে পারে রাব্বির লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। খবর পেয়ে পরদিন ৫ আগস্ট ছেলের লাশ মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের পাঁচখোলা গ্রামের বাড়ি আনা হয়। পরে সেখানে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। 

ছেলেকে হারিয়ে পুরো পরিবার দিশেহারা হয়ে পড়েছেন। তাঁরা কিছুতেই মেনে নিতে পারছেন না এই মৃত্যু। 

রাব্বির বাবা মিরাজ তালুকদার বলেন, ‘১৯ জুলাই ছেলে আন্দোলনে যায়। এরপর তাকে খুঁজে পাইনি। পরে বিভিন্ন স্থানে খুঁজতে থাকি। ৪ আগস্ট জানতে পারি আমার ছেলের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা লাশ নিয়ে বিচারের দাবিতে মিছিলও করেছে। পরে ৫ আগস্ট লাশ এনে বাড়ির পাশে দাফন করেছি। কী অপরাধ ছিল আমার ছেলের? কেন তাকে হত্যা করা হলো? আমি ছেলে হত্যার বিচার চাই। এই মৃত্যু আমরা কিছুতেই মানতে পারছি না।’ 

স্থানীয় বাসিন্দা জয়নাল হোসেন বলেন, ‘অনেক কষ্ট করে রিকশাচালক মিরাজ তালুকদার তাঁর ছেলেকে শরীয়তপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে ভর্তি করেছিলেন। ছেলে ইঞ্জিনিয়ার হবে। কষ্ট দূর হবে। কিন্তু সেই স্বপ্ন অধরাই রয়ে গেল। এমন মৃত্যু আমরা আর চাই না।’

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে