হোম > সারা দেশ > ঢাকা

ভাটারায় প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলি-হুমকির ঘটনায় যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গ্রেপ্তার আলিনুর পাভেল ওরফে পাভেল (৩২)। ছবি: আজকের পত্রিকা।

রাজধানীর ভাটারায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলি ও হুমকির ঘটনায় আলোচিত আসামি আলিনুর পাভেল ওরফে পাভেলকে (৩২) গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার রাতে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবির গুলশান বিভাগের একটি দল।

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি জানায়, গত ১ এপ্রিল রাতে পূর্ব শত্রুতার জেরে একটি প্রাইভেটকারযোগে ১০-১২ জনের একটি দল জোয়ার সাহারার খাঁ পাড়া এলাকার বাসিন্দা মো. রাশেদুজ্জামান রাজুর বাড়ির সামনে এসে চিৎকার-চেঁচামেচি ও অশ্রাব্য গালিগালাজ শুরু করে। এ সময় তাঁরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে, বাসার গেইট লাথি মেরে ভাঙচুর করে এবং সিসি ক্যামেরা ভেঙে ফেলে।

স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় রাজু বাদী হয়ে ভাটারা থানায় একটি মামলা করেন।

ডিবি জানায়, তদন্তকালে ঘটনাস্থল ও আশপাশ এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করে ডিবি। ফুটেজে অস্ত্র হাতে পাভেলের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পাভেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

দ্বিতীয় দিনের মতো রাজধানীতে সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি

এনআইডি জালিয়াতি করে কোটি টাকা আয়ের অভিযোগে ইসির কর্মচারী গ্রেপ্তার

বিটিসিএলের তিন কর্মকর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’