হোম > সারা দেশ > ঢাকা

ভাটারায় প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলি-হুমকির ঘটনায় যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গ্রেপ্তার আলিনুর পাভেল ওরফে পাভেল (৩২)। ছবি: আজকের পত্রিকা।

রাজধানীর ভাটারায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলি ও হুমকির ঘটনায় আলোচিত আসামি আলিনুর পাভেল ওরফে পাভেলকে (৩২) গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার রাতে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবির গুলশান বিভাগের একটি দল।

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি জানায়, গত ১ এপ্রিল রাতে পূর্ব শত্রুতার জেরে একটি প্রাইভেটকারযোগে ১০-১২ জনের একটি দল জোয়ার সাহারার খাঁ পাড়া এলাকার বাসিন্দা মো. রাশেদুজ্জামান রাজুর বাড়ির সামনে এসে চিৎকার-চেঁচামেচি ও অশ্রাব্য গালিগালাজ শুরু করে। এ সময় তাঁরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে, বাসার গেইট লাথি মেরে ভাঙচুর করে এবং সিসি ক্যামেরা ভেঙে ফেলে।

স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় রাজু বাদী হয়ে ভাটারা থানায় একটি মামলা করেন।

ডিবি জানায়, তদন্তকালে ঘটনাস্থল ও আশপাশ এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করে ডিবি। ফুটেজে অস্ত্র হাতে পাভেলের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পাভেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক