হোম > সারা দেশ > টাঙ্গাইল

মসজিদের ইমামকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারন্দিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মো. ওসমান গণিকে (৫৮) উপহার বক্সে কাফনের কাপড় আর হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে। এ ঘটনায় কালিহাতী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। 

মাওলানা মো. ওসমান গণি টাঙ্গাইলের মধুপুর উপজেলার মেহাবী গ্রামের আব্দুল কাদেরের ছেলে। 

সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা যায়, গত শনিবার সকালে অজ্ঞাত নামা এক ব্যক্তি নারান্দিয়া মাদ্রাসার ছাত্র সালমানের (৬) কাছে একটি উপহার বক্স দিয়ে চলে যান। বক্সটি খুলে ভেতরে কাফনের কাপড় আর হত্যার হুমকি দেওয়া একটি চিঠি পান মাওলানা মো. ওসমান গণি। চিঠিতে মসজিদ ও মাদ্রাসার অর্থ লোপাটের অভিযোগ করে তাঁকে আসন্ন রমজানের আগেই মসজিদ ও মাদ্রাসার দায়িত্ব ছেড়ে চলে যেতে বলা হয়েছে। অন্যথায় তাঁকে হত্যার হুমকি বা অপমান জনক বিদায়ের কথা বলা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে ঘটনার বিষয়ে আজকের পত্রিকাকে জানান মাওলানা মো. ওসমান গণি। 

মসজিদ বা মাদ্রাসার অর্থ লোপাটের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, গত ১৯ মার্চ সকালে অজ্ঞাত নামা এক ব্যক্তি আমার নারান্দিয়া মাদ্রাসার সালমান (৬) নামের এক ছাত্রের কাছে আমার জন্য একটি উপহার বক্স রেখে যান। বক্সটি খুলে আমি দেখতে পাই ভেতরে কাফনের কাপড় আর হত্যার হুমকি দিয়ে লেখা একটি চিঠি। এ বিষয়ে ২১ মার্চ আমি কালিহাতী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি। এরপর থেকে আমি চরম নিরাপত্তাহীন ভুগছি। 

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। 

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক