টাঙ্গাইলের মির্জাপুরে র্যাব পরিচয়ে ১৯ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ছিনতাইকারীদের গায়ে র্যাবের পোশাক ও হাতে ওয়াকিটকি ছিল বলে ভুক্তভোগী জানিয়েছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটলেও আজ বুধবার বিকেলে পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন ব্যাংকে তদন্তে এলে তা জানাজানি হয়। ভুক্তভোগী হেলাল মোল্লার বাড়ি মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের গবরা গ্রামে।
অভিযোগ সূত্রে জানা গেছে, হেলাল সোনালী ব্যাংক মির্জাপুর শাখা থেকে তাঁর সৌদি আরব প্রবাসী চাচাতো ভাই ইয়াকুব মোল্লার ১৯ লাখ ২৮ হাজার টাকা তুলে বিনিময় সার্ভিস বাসযোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হয়ে বাড়ি ফিরছিলেন। পথে ধল্লা নামক স্থানে একটি প্রাইভেট কার বাসের গতিরোধ করে। পরে কয়েকজন ব্যক্তি র্যাবের পরিচয় দিয়ে টাকাসহ হেলালকে প্রাইভেট কারে তুলে চোখ বেঁধে ফেলে। পরে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে উপজেলার জামুর্কী কবরস্থান এলাকায় তাঁকে ফেলে যাওয়া হয়।
এ ঘটনায় মির্জাপুর থানায় অভিযোগ দেওয়া হলে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শরফুউদ্দীনের নেতৃত্বে পুলিশ এবং গোয়েন্দা সংস্থার লোকজন আজ বুধবার বিকেলে সোনালী ব্যাংক মির্জাপুর শাখায় তদন্তে যান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এস এম মুনসুর মুসা ও মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শরফুউদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।’