হোম > সারা দেশ > ঢাকা

কুয়েটে বৈষম্যবিরোধীর ব্যানারের অপব্যবহার করায় সংঘর্ষ হয়েছে: জবি ছাত্রদল

জবি প্রতিনিধি 

আজ বুধবার ভাষাশহীদ রফিক ভবনের সামনে এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। ছবি: আজকের পত্রিকা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে অপব্যবহার করে সংঘর্ষের সূত্রপাত ঘটানো হয়েছে বলে মনে করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল। এর প্রতিবাদে জবি ছাত্রদল অবস্থান কর্মসূচি পালন করেছে।

আজ বুধবার শাখা ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের সামনে এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, ‘কুয়েট শাখা ছাত্রদলের সদস্যরা ফরম বিতরণের সময় সুপরিকল্পিতভাবে ‘ডামি সাধারণ শিক্ষার্থী’ সেজে হামলা করা হয়েছে। ছাত্রদলের বিরুদ্ধে যেকোনো ধরনের ষড়যন্ত্র রুখে দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। ভদ্রতাকে কেউ দুর্বলতা মনে করবেন না, সম্প্রীতি বজায় রাখুন। আমরা সম্প্রীতির সঙ্গে আছি, থাকব।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্ররাজনীতির সহাবস্থান চাই। সবাইকে সে ব্যাপারে সহযোগিতা করার অনুরোধ জানাই।’

অবস্থান কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, আহ্বায়ক সদস্য এবং অন্য কর্মীরা উপস্থিত ছিলেন।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু