হোম > সারা দেশ > ঢাকা

এবার মৌচাক মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

রাজধানীর বাংলামোটর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পর এবার মৌচাক মার্কেটের সামনে পরপর দুবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মার্কেট বন্ধ থাকায় এতে হতাহতের ঘটনা না ঘটলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আজ বৃহস্পতিবার বিকেলে এই বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছে, আজ বিকেল ৫টা ৫ মিনিটের দিকে প্রথম বিস্ফোরণটি ঘটে। এর তিন-চার মিনিট পর দ্বিতীয় বিস্ফোরণের শব্দ শোনা যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা জোরদার করে।

বিস্ফোরণের সময় মৌচাক মার্কেট বন্ধ থাকায় বেশির ভাগ দোকানই খোলা ছিল না, ফলে জনসমাগমও ছিল কম। এ কারণে হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

মৌচাক মোড় এলাকার ফুলের দোকানি মো. ইমন জানান, তাঁর দোকানের সামনেই বিস্ফোরণ দুটি ঘটে।

ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, কারা, কী উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এর আগে গত সোমবার বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে অন্তত দুজন আহত হয়।

এর ঠিক পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে ফের ককটেল ছোড়া হয়। এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ