হোম > সারা দেশ > নরসিংদী

পোশাক কাণ্ড: আদালত নিয়ে বিরূপ মন্তব্য হাইকোর্টের নজরে আনলেন আইনজীবী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নরসিংদী রেলস্টেশনে স্বল্প পোশাক পরা তরুণীকে নিয়ে আদালতের মন্তব্যকে ঘিরে আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে হাইকোর্টের এসব মন্তব্যের প্রশংসা করলেও সমালোচনাও করছেন কেউ কেউ। কিছু লোকজন বিরূপ মন্তব্য করতে গিয়ে কটাক্ষ করছেন উচ্চ আদালতকে নিয়ে। এর মধ্যে শামীম আশরাফ নামে একটি ফেসবুক আইডি থেকে ‘এটাকে এখন থেকে হাইকোর্টের পরিবর্তে শরিয়া কোর্ট বলা হোক’ এমন পোস্ট বুধবার স্ক্রিনশট দিয়ে আদালতের নজরে আনেন আইনজীবী কামাল হোসেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মাদ আবুল হাশেমও ফেসবুকের একটি স্ক্রিনশট উপস্থাপন করে বলেন, মাননীয় বিচারপতিদের বিষয়ে এভাবে বলা সমীচীন নয়, এটি অসৌজন্য মূলক।
 
এ সময় আদালত বলেন, আমরা তো আদেশে পোশাক নিয়ে কিছুই লিখিনি, ভিডিও দেখে আইনজীবীদের কাছে শুধু জানতে চেয়েছি। আর বাজে মন্তব্যকারীদের বিষয়ে প্রয়োজনে আরও সুনির্দিষ্ট তথ্যসহ স্ক্রিনশট জমা দিতে বলেন আদালত।

আইনজীবী কামাল হোসেন পরে বলেন, হাইকোর্টকে শরীয়াহ কোর্ট এবং তার পোস্টের মন্তব্যে পর্দা কোর্ট বলার মাধ্যমে আদালত অবমাননা হয়। তাই আমি বিষয়টি আদালতের নজরে এনেছি।

এর আগে গতকাল বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ তরুণীকে নরসিংদী রেলস্টেশনে হেনস্তার অভিযোগে গ্রেপ্তার মার্জিয়া আক্তার শিলাকে ছয় মাসের জামিন দেন।

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ