হোম > সারা দেশ > মাদারীপুর

বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ বন্ধ, ফেরিতে বাড়ছে যাত্রীর চাপ

প্রতিনিধি

শিবচর (মাদারীপুর): আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া লকডাউনে শিবচরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীরা ফেরিতে পদ্মা পার হচ্ছে।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মাদারীপুরসহ দেশের ৭ জেলায় আজ সকাল থেকে চলছে লকডাউন। ফলে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বন্ধ রাখা হয়েছে লঞ্চ চলাচল। তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। পণ্যবাহী পরিবহন ও সাধারণ যানবাহনের পাশাপাশি যাত্রীরাও ফেরিতে পার হচ্ছে।

বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, লঞ্চ বন্ধ থাকায় আজ সকাল থেকেই ফেরিতে রয়েছে যাত্রীদের ভিড়। পঁচিশ টাকা করে ভাড়া নিয়ে যাত্রীদের ফেরিতে ওঠানো হচ্ছে। তবে ঘাটে যানবাহনের তেমন কোনো চাপ নেই। নৌরুটে ১৬টি ফেরি চলাচল করছে।

মো. মিরাজুল শেখ নামের ঢাকাগামী শিবচরের এক যাত্রী বলেন, ‘নির্বাচনে ভোট দিতে বাড়ি এসেছিলাম। গতকাল সোমবার ছিল নির্বাচন। আজ ভোরে পরিবার নিয়ে ঢাকায় রওনা হয়েছি। লকডাউনের কথা রাতেই জেনেছি। তবে লঞ্চ চলাচলও যে বন্ধ থাকবে তা জানা ছিল না। লঞ্চ বন্ধ দেখে ফেরিতে পার হচ্ছি। লঞ্চ বন্ধ থাকায় ফেরিঘাটে যাত্রীদের ভিড় রয়েছে অনেক। তবে সবগুলো ফেরি চলাচল স্বাভাবিক থাকায় সহজেই পার হওয়া যাচ্ছে।’

বাংলাবাজার ফেরিঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক জামাল উদ্দিন বলেন, আজ ভোর থেকেই মাদারীপুরসহ ৭ জেলায় লকডাউন শুরু হয়েছে। লঞ্চ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফেরি চলাচল স্বাভাবিক থাকায় ফেরিতে যাত্রীদের ভিড় দেখা যাচ্ছে। ঘাটে পরিবহনের তেমন কোনো চাপ নেই।
 
বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, সকাল থেকেই লঞ্চ চলাচল বন্ধ রয়েছে নৌরুটে। অনেক যাত্রী লঞ্চঘাটে চলে আসছে। তবে তাদের ফিরে যেতে বলা হচ্ছে।

বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক মো. জামিল আহমেদ বলেন, সবগুলো ফেরি চলছে। লঞ্চ বন্ধ থাকায় লঞ্চের যাত্রীরা ফেরিতে পার হচ্ছে। ঘাটে কিছু পণ্যবাহী পরিবহন রয়েছে। তবে ছোট যানবাহন তেমন নেই।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু