হোম > সারা দেশ > টাঙ্গাইল

গবাদি পশু বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ দম্পতি, স্বামীর মৃত্যু

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার তেরবাড়িয়া গ্রামে আগুনের হাত থেকে গবাদিপশু বাঁচাতে গিয়ে স্বামী-স্ত্রী দগ্ধ হওয়ার ঘটনায় শাহাদৎ হোসেন (৫৫) মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন মৃতের বড় মেয়ে সাজেদা বেগম।

জানা যায়, গত মঙ্গলবার গভীর রাতে ঘাটাইলের দীঘলকান্দি ইউনিয়নের তেরবাড়িয়া গ্রামে আগুন লেগে যাওয়া গোয়ালঘর থেকে গবাদিপশু সরাতে যান শাহাদৎ হোসেন ও তাঁর স্ত্রী জয়মনা (৪৫)। এ সময় তাঁরা আগুনে মারাত্মকভাবে দগ্ধ হন। এতে শাহাদতের শরীরের প্রায় ৭০ শতাংশ ও জয়মনার প্রায় ৩০ শতাংশ পুড়ে যায়।

গতকাল বুধবার ভোরে তাঁদের দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে আজ ভোরে শাহাদৎ মারা যান। জয়মনা এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, গত মঙ্গলবারের আগুনের ঘটনায় শাহাদৎ হোসেনের গোয়ালঘরে থাকা একটি গরু ও চারটি ছাগল পুড়ে মারা যায়। 

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত