মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি মাহিদুল ইসলাম মাহি এবং সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ টুডের উপজেলা প্রতিনিধি আবিদ হাসান নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে এই দ্বিবার্ষিক-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মতিউর রহমান, যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার বিএম খোরশেদ দায়িত্ব পালন করেন।
কমিটিতে অন্যান্য পদের মধ্যে সহসভাপতি জ ই আকাশ (দৈনিক সমাচার), যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম, (আলোকিত সকাল) কোষাধ্যক্ষ সায়েম খান (দৈনিক আমার সময়), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিব আহমেদ (গণমানুষের আওয়াজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক সজীব গুহ মজুমদার (আমার সংবাদ), দপ্তর সম্পাদক শামিম মোল্লা (লাখোকণ্ঠ), কার্যকরী সদস্য সাইফুল ইসলাম (সবুজ নিশান), শুভংকর পোদ্দার (যায়যায়দিন) নির্বাচিত হয়েছেন।
এর আগে সাধারণ সভার উদ্বোধন করেন মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিম খান, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ, মানিকগঞ্জ জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান বিশ্বাস, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মঞ্জুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।