হোম > সারা দেশ > ঢাকা

বুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মিজান, সম্পাদক মঞ্জুর মোরশেদ

ঢাবি প্রতিনিধি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষক সমিতির ২০২৩ কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি হিসেবে পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. এ কে এম মঞ্জুর মোরশেদ নির্বাচিত হয়েছেন। এতে মিজানুর রহমান ২৩৬ ভোট এবং মঞ্জুর মোরশেদ ২৩২ ভোট পেয়েছেন।

গতকাল মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে প্রধান নির্বাচন কমিশনার ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. রাকিব আহসান নির্বাচনের এ ফল ঘোষণা করেন।

১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের এ নির্বাচনে ১২টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিকে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে স্থাপত্য বিভাগের নায়না তাবাসসুম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সহসভাপতি পদে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী, যুগ্ম সাধারণ সম্পাদক কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. ইফতেখার আহমদ খান, কোষাধ্যক্ষ পদে পুরকৌশল বিভাগের বিভাগের অধ্যাপক ড. রূপক মুৎসুদ্দী এবং আপ্যায়ন সম্পাদক পদে কম্পিউটার কৌশল বিভাগের মো. রায়হান রাশেদ নির্বাচিত হয়েছেন।

ছয় সদস্য পদে পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. তানভীর আহমেদ, কম্পিউটার কৌশল বিভাগের অধ্যাপক ড. রিফাত শাহরিয়ার, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাসরীন আক্তার, গণিত বিভাগের অধ্যাপক ড. সালমা পারভীন, আই পি ই বিভাগের অধ্যাপক ড. ফেরদৌস সারোয়ার এবং স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. ফরিদা নিলুপার নির্বাচিত হয়েছেন।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা