হোম > সারা দেশ > ঢাকা

সাবেক এমপি শরিফুলের স্ত্রী মোহসীনার স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নার স্ত্রী মোহসীনা আকতারের স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিয়েছেন।

দুদকের সহকারী পরিচালক মো. সিফাত উদ্দিন স্থাবর সম্পদ ও অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধের আবেদন করেন।

আবেদনে বলা হয়, মোহসিনা আকতারের বিরুদ্ধে ইতিমধ্যে ২ কোটি ৬১ লাখ ৪৬ হাজার ৩৭ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। উক্ত মামলার অভিযোগ তদন্তাধীন। তাঁর অবৈধ সম্পদের মধ্যে বগুড়া পৌরসভা ও বগুড়া সদরের পাঁচটি দাগে জমি রয়েছে। এ ছাড়া ইউনিয়ন ব্যাংক, ওয়ান ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, বগুড়া প্রধান ডাকঘর ও জেলা সঞ্চয় অফিসে তাঁর হিসাব রয়েছে। এসব হিসাবে আড়াই কোটি টাকার বেশি সম্পদ রয়েছে।

আবেদনে আরও বলা হয়, মোহসীনা এসব সম্পদ হস্তান্তর, স্থানান্তর ও বিক্রির চেষ্টা করছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

এ কারণে তাঁর স্থাবর সম্পদ (জমি) ক্রোক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট