হোম > সারা দেশ > ঢাকা

তাঁতীবাজার পূজামণ্ডপে হামলায় আহতদের দেখতে হাসপাতালে উপদেষ্টা নাহিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর পুরান ঢাকার তাঁতিবাজারের একটি পূজামণ্ডপে দুষ্কৃতকারীদের হামলায় আহতদের দেখতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) গিয়েছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। শুক্রবার রাতে তিনি মিটফোর্ড হাসপাতালে যান তিনি। 

সেখানে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘আহতদের সর্বোচ্চ চিকিৎসা প্রদান করুন। তাদের চিকিৎসার সব খরচ বহন করা হবে। পাশাপাশি দোষীদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।’ 

নাহিদ ইসলাম আরও বলেন, ‘দুর্বৃত্তরা নাশকতার চেষ্টা করছে, কিন্তু আমরা সেই সুযোগ তাদের দেব না। দুষ্কৃতকারী যেই হোক, তাদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। আমরা একটি নিদর্শন স্থাপন করতে চাই, যেন এ ধরনের ঘটনা ঘটানোর সাহস ভবিষ্যতে আর কেউ না পায়।’ এ সময় তিনি আহতদের চিকিৎসার ব্যয় বহন করার ঘোষণা দেন। 

এরপর তিনি তাঁতীবাজার পূজামণ্ডপ পরিদর্শন করেন। 

উল্লেখ্য, গতকাল শুক্রবার রাতে চার-পাঁচজন দুষ্কৃতকারী তাঁতীবাজার পূজামণ্ডপে কাচের বোতল ছোড়ার চেষ্টা করে। কাচের বোতল নিক্ষেপকারীকে স্থানীয় জনগণ ধাওয়া দিয়ে ধরে ফেললে হামলাকারী ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়ে মিটফোর্ড হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মিটফোর্ড হাসপাতালে যান।

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে