হোম > সারা দেশ > ঢাকা

তাঁতীবাজার পূজামণ্ডপে হামলায় আহতদের দেখতে হাসপাতালে উপদেষ্টা নাহিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর পুরান ঢাকার তাঁতিবাজারের একটি পূজামণ্ডপে দুষ্কৃতকারীদের হামলায় আহতদের দেখতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) গিয়েছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। শুক্রবার রাতে তিনি মিটফোর্ড হাসপাতালে যান তিনি। 

সেখানে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘আহতদের সর্বোচ্চ চিকিৎসা প্রদান করুন। তাদের চিকিৎসার সব খরচ বহন করা হবে। পাশাপাশি দোষীদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।’ 

নাহিদ ইসলাম আরও বলেন, ‘দুর্বৃত্তরা নাশকতার চেষ্টা করছে, কিন্তু আমরা সেই সুযোগ তাদের দেব না। দুষ্কৃতকারী যেই হোক, তাদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। আমরা একটি নিদর্শন স্থাপন করতে চাই, যেন এ ধরনের ঘটনা ঘটানোর সাহস ভবিষ্যতে আর কেউ না পায়।’ এ সময় তিনি আহতদের চিকিৎসার ব্যয় বহন করার ঘোষণা দেন। 

এরপর তিনি তাঁতীবাজার পূজামণ্ডপ পরিদর্শন করেন। 

উল্লেখ্য, গতকাল শুক্রবার রাতে চার-পাঁচজন দুষ্কৃতকারী তাঁতীবাজার পূজামণ্ডপে কাচের বোতল ছোড়ার চেষ্টা করে। কাচের বোতল নিক্ষেপকারীকে স্থানীয় জনগণ ধাওয়া দিয়ে ধরে ফেললে হামলাকারী ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়ে মিটফোর্ড হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মিটফোর্ড হাসপাতালে যান।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন