টাঙ্গাইলের সখীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাঈম (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার কচুয়া-আড়াইপাড়া সড়কের দক্ষিণ ঘোনারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম উপজেলার কচুয়া পূর্বপাড়ার বিশা মিয়ার ছেলে।
ঘোনারচালা এলাকার স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, নাঈম বাড়ি থেকে কচুয়া বাজারে যাওয়ার পথে তাঁর মোটরসাইকেলর সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় নাঈম গুরুতর আহত হলে প্রথমে তাঁকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে কালিয়াকৈর এলাকায় তাঁর মৃত্যু হয়।
নাঈমের বাবা বিশা মিয়া বলেন, ‘আমার ছেলের বিদেশ যাওয়ার সব প্রক্রিয়া প্রায় শেষ হয়েছিল। কয়েক দিনের মধ্যেই তাঁর বিদেশ যাওয়ার কথা ছিল।’
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে থানায় কোনো কিছু জানায়নি।