হোম > সারা দেশ > ঢাকা

ডেঙ্গু প্রাদুর্ভাবের মধ্যে মেয়রের বিদেশযাত্রায় ক্ষুব্ধ পুরান ঢাকাবাসী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেঙ্গু প্রাদুর্ভাবের মধ্যেই দীর্ঘ বিদেশ সফরে গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস। এ নিয়ে ক্ষুব্ধ পুরান ঢাকাবাসী আজ মানবন্ধন করেছেন। মেয়রের কুশপুতুলও পুড়িয়েছেন তাঁরা। 

আজ শুক্রবার ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র তাপসের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষুব্ধ পুরান ঢাকাবাসী’ ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে শিশু সাহিত্যিক ও চিত্রাঙ্কন শিল্পী সাইফুল্লাহ নবীন একটি প্রতীকী ডেঙ্গু মশা হাতে নিয়ে বলেন, যেভাবে ডেঙ্গু বেড়েছে এবং শিশুরা আক্রান্ত হওয়ার পাশাপাশি মৃত্যুবরণ করছে, এর মধ্যে সিটি করপোরেশনের কোনো কাজ দেখছি না। সিটি করপোরেশন ডেঙ্গুর ব্যাপারে সচেতন হলে এতো শিশু আক্রান্ত হতো না। আমি শিশু সংগঠক ও শিশু সাহিত্যিক হিসেবে সিটি করপোরেশনকে আরও দায়িত্বশীল হওয়ার জন্য বলতে এখানে দাঁড়িয়েছি। 

মানববন্ধনে পুরান ঢাকার বাসিন্দা শাহাদাত হোসেন বলেন, দক্ষিণ সিটি করপোরেশনের সঠিক কর্মপরিকল্পনার অভাবে দক্ষিণ ঢাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে তাঁদের অব্যবস্থাপনার কারণে ডেঙ্গু এখন নিয়ন্ত্রণের বাইরে। গতকাল বৃহস্পতিবার ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এযাবত কালের সব রেকর্ড ভেঙেছে। ঠিক সেই দিনেই ঢাকাবাসীকে বিপদে ফেলে মেয়র সপরিবারে প্রমোদ ভ্রমণে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। এর চেয়ে লজ্জা আর হতে পারে না। 

তিনি আরও বলেন, যেখানে সিটি করপোরেশনের কাউন্সিলরের পরিবারের অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন, সেখানে তিনি কীভাবে বিদেশ ভ্রমণে যান? 

পুরান ঢাকার বংশালের বাসিন্দা নাসরিন সুলতানা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, পুরান ঢাকার প্রতিটি ঘরে ডেঙ্গু ভয়ঙ্কর আকারে ছড়িয়ে পড়েছে। অথচ আপনার মেয়র কাজ করছেন না। ঢাকা দক্ষিণ সিটির প্রতি অনুরোধ, তাঁরা যেন আমাদের প্রতি সহায় হন। 

মানবববন্ধন শেষে ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় মেয়র তাপসের কুশপুতুল পোড়ান হয়। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর দিবাগত রাতে মেয়র তাপস পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন। আগামী ২৬ সেপ্টেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন