হোম > সারা দেশ > ঢাকা

নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় একই স্থানে সাদা দল ও ছাত্রলীগ নেতার কর্মসূচি 

ঢাবি প্রতিনিধি

বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতা-কর্মী ও পুলিশের সংঘর্ষের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মৌন অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদ ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল।

সাদা দলের কর্মসূচির বিষয়ে জানতে পেরে একই স্থানে ‘২০১৩,১৪ ও ১৫ সালে বিএনপি-জামাত কর্তৃক জ্বালাও-পোড়াও অগ্নিসন্ত্রাসে মানুষ হত্যার রাজনীতি’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী করেন ছাত্রলীগের উপ-সমাজসেবা সম্পাদক ও ডাকসুর সাবেক সদস্য তানভীর হাসান সৈকত।

নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা, গ্রেপ্তার এবং বিএনপি নেতাকে গুলি করে হত্যা করার প্রতিবাদ জানিয়ে ১০ ডিসেম্বরের বিএনপির মহাসমাবেশে সমর্থন জানিয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার আহবান জানিয়ে মৌন অবস্থান কর্মসূচি করে সাদা দল।

সাদা দলের আহবায়ক অধ্যাপক ড. মো. লুৎফর রহমান বলেন, ‘সভা সমাবেশ করার অধিকার গণতান্ত্রিক অধিকার। আমরা আশা রাখবো সরকার সকলের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে, গণতান্ত্রিক পরিবেশে সবাই যার যার অবস্থান থেকে। কর্মসূচি পালন করতে পারবে।’

অধ্যাপক লুৎফুর রহমানের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক আবুল কালাম সরকার, সহযোগী অধ্যাপক মিজানুর রহমান, সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক যোবায়ের এহসান চৌধুরী, অধ্যাপক শাহ ইমরান, অধ্যাপক দেবাশীষ পাল, অধ্যাপক আখতার হোসেন খান, অধ্যাপক আব্দুস সালামসহ সাদা দলের প্রায় ৩৫ জন শিক্ষক উপস্থিত ছিলেন।

এর আগে সকালে অপরাজেয় বাংলার সামনে বিএনপি-জামায়াতের সরকার বিরোধী আন্দোলনে আগুনে পুড়ে নিহত-আহতদের তথ্যচিত্র প্রদর্শনী করেন ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকত।

সৈকত বলেন, ‘প্রতিবাদে অংশ নেওয়া শিক্ষকদের বিবেককে নাড়া দিতে আগুন সন্ত্রাসের নামে বিএনপি-জামাতের মানুষ হত্যার আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করেছি।’

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে