হোম > সারা দেশ > ঢাকা

বসুন্ধরা সিটির ফুটপাতের দোকানে হামলা, ককটেল-পেট্রলবোমা নিক্ষেপ

আজকের পত্রিকা ডেস্ক­

রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং সেন্টারের সামনের ফুটপাতের অস্থায়ী দোকানে হামলা ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০ টার দিকে ১০-১২ জন ব্যক্তি এসে ফুটপাতের অস্থায়ী দোকানগুলো লক্ষ্য করে এই হামলা চালিয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা । এতে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ফুটপাত ব্যবসায়ীরা জানিয়েছেন,দুই সপ্তাহ আগে কিছু লোক এসে ফুটপাতের দোকানগুলোতে চাঁদা দাবি করে। তাঁদের একজন মালয়েশিয়ার একটি নম্বর দিয়ে বলেছিলেন,কোনো সমস্যা হলে ওই নম্বরে ফোন করে জানাতে। পরে তাঁরা চাঁদা দাবি করেন। তবে ফুটপাতের ব্যবসায়ীরা চাঁদা দেননি। এর জেরেই এই হামালার ঘটনা ঘটতে পারে ধারণা তাদের।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বসুন্ধরা সিটি থেকে সার্ক ফোয়ারার দিকে আসার পথের ফুটপাতের দোকানগুলোতে হামলা চালায় দুবৃত্তরা। মূলত চাঁদা না পেয়ে তাঁরা এই হামলা করেছে। পেট্রলবোমা নিক্ষেপের কারণে কোনো দোকানে আগুনও লেগেছে। কয়েকটি চায়ের দোকানে ভাঙচুর চালানো হয়েছে।

ঘটনার বিষয়ে তেজগাঁও থানার এক উপ-পরিদর্শক (এসআই) বলেন, পান্থপথে ফুটপাত ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলার খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে যায়। কারা কি কারণে হামলা করেছে তা জানার চেষ্টা করছে চলছে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য