হোম > সারা দেশ > ঢাকা

বসুন্ধরা সিটির ফুটপাতের দোকানে হামলা, ককটেল-পেট্রলবোমা নিক্ষেপ

আজকের পত্রিকা ডেস্ক­

রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং সেন্টারের সামনের ফুটপাতের অস্থায়ী দোকানে হামলা ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০ টার দিকে ১০-১২ জন ব্যক্তি এসে ফুটপাতের অস্থায়ী দোকানগুলো লক্ষ্য করে এই হামলা চালিয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা । এতে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ফুটপাত ব্যবসায়ীরা জানিয়েছেন,দুই সপ্তাহ আগে কিছু লোক এসে ফুটপাতের দোকানগুলোতে চাঁদা দাবি করে। তাঁদের একজন মালয়েশিয়ার একটি নম্বর দিয়ে বলেছিলেন,কোনো সমস্যা হলে ওই নম্বরে ফোন করে জানাতে। পরে তাঁরা চাঁদা দাবি করেন। তবে ফুটপাতের ব্যবসায়ীরা চাঁদা দেননি। এর জেরেই এই হামালার ঘটনা ঘটতে পারে ধারণা তাদের।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বসুন্ধরা সিটি থেকে সার্ক ফোয়ারার দিকে আসার পথের ফুটপাতের দোকানগুলোতে হামলা চালায় দুবৃত্তরা। মূলত চাঁদা না পেয়ে তাঁরা এই হামলা করেছে। পেট্রলবোমা নিক্ষেপের কারণে কোনো দোকানে আগুনও লেগেছে। কয়েকটি চায়ের দোকানে ভাঙচুর চালানো হয়েছে।

ঘটনার বিষয়ে তেজগাঁও থানার এক উপ-পরিদর্শক (এসআই) বলেন, পান্থপথে ফুটপাত ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলার খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে যায়। কারা কি কারণে হামলা করেছে তা জানার চেষ্টা করছে চলছে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু