হোম > সারা দেশ > ঢাকা

বসুন্ধরা সিটির ফুটপাতের দোকানে হামলা, ককটেল-পেট্রলবোমা নিক্ষেপ

আজকের পত্রিকা ডেস্ক­

রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং সেন্টারের সামনের ফুটপাতের অস্থায়ী দোকানে হামলা ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০ টার দিকে ১০-১২ জন ব্যক্তি এসে ফুটপাতের অস্থায়ী দোকানগুলো লক্ষ্য করে এই হামলা চালিয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা । এতে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ফুটপাত ব্যবসায়ীরা জানিয়েছেন,দুই সপ্তাহ আগে কিছু লোক এসে ফুটপাতের দোকানগুলোতে চাঁদা দাবি করে। তাঁদের একজন মালয়েশিয়ার একটি নম্বর দিয়ে বলেছিলেন,কোনো সমস্যা হলে ওই নম্বরে ফোন করে জানাতে। পরে তাঁরা চাঁদা দাবি করেন। তবে ফুটপাতের ব্যবসায়ীরা চাঁদা দেননি। এর জেরেই এই হামালার ঘটনা ঘটতে পারে ধারণা তাদের।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বসুন্ধরা সিটি থেকে সার্ক ফোয়ারার দিকে আসার পথের ফুটপাতের দোকানগুলোতে হামলা চালায় দুবৃত্তরা। মূলত চাঁদা না পেয়ে তাঁরা এই হামলা করেছে। পেট্রলবোমা নিক্ষেপের কারণে কোনো দোকানে আগুনও লেগেছে। কয়েকটি চায়ের দোকানে ভাঙচুর চালানো হয়েছে।

ঘটনার বিষয়ে তেজগাঁও থানার এক উপ-পরিদর্শক (এসআই) বলেন, পান্থপথে ফুটপাত ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলার খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে যায়। কারা কি কারণে হামলা করেছে তা জানার চেষ্টা করছে চলছে।

৯৯৯-এ ফোন করে স্ত্রীর বিরুদ্ধে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ ঢাকায় কর্মরত পাকিস্তানি নাগরিকের

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে