হোম > সারা দেশ > ঢাকা

মোহাম্মদপুরে হোটেল-রেস্তোরাঁয় অভিযান, আটক ৩৫ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর মোহাম্মদপুরে অবৈধভাবে গড়ে ওঠা হোটেল-রেস্তোরাঁয় অনিরাপদ সিলিন্ডার ব্যবহারের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে মোহাম্মদপুর থানা-পুলিশ। গতকাল সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত মোহাম্মদপুরের বিভিন্ন এলাকার ১১টি হোটেল-রেস্তোরাঁয় অভিযান চালিয়ে মালিক ও ম্যানেজারসহ ৩৫ জনকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য জানিয়েছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজিল হক ভূঞা।

তিনি বলেন, ‘গতকাল দুপুরের পর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় হোটেল ও রেস্তোরাঁয় অভিযান চালিয়ে মালিক ও ম্যানেজারসহ মোট ৩৫ জনকে আটক করেছি। পাশাপাশি, এলাকাজুড়ে গড়ে ওঠা হোটেল-রেস্তোরাঁর যথাযথ অনুমোদন রয়েছে কি না, নিরাপদ স্থানে গ্যাস সিলিন্ডার ব্যবহার হচ্ছে কি না, নিরাপত্তাব্যবস্থা কতটুকু টেকসই, অগ্নিনির্বাপণ যন্ত্র এবং ঝুঁকির বিষয়গুলো যথাযথভাবে খতিয়ে দেখা হচ্ছে।’

ওসি আরও বলেন, ‘বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই যেন সবাই সচেতন হয়। সেই বিষয়ে আমরা বেশি জোর দিচ্ছি। এবং যাদের হোটেল রেস্তোরাঁ করার অনুমোদন নেই, সেগুলোর বিরুদ্ধে সংশ্লিষ্টদের আইনানুগ ব্যবস্থা নিতে সহায়তা করছি। হোটেল রেস্তোরাঁ মালিকেরা শৃঙ্খলায় না ফেরা পর্যন্ত তাঁদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু