হোম > সারা দেশ > ঢাকা

‘তিন জোটের রূপরেখা বাস্তবায়িত হলে ইতিহাস অন্য রকম হতো’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলনের প্রেক্ষাপটে দেশের রাজনৈতিক সংকট উত্তরণের লক্ষ্যে তৎকালীন আওয়ামী লীগ, বিএনপি ও বামপন্থী দলগুলোর সমন্বয়ে গড়ে ওঠা তিন জোট প্রদত্ত রূপরেখা বাস্তবায়িত হলে আজকে বাংলাদেশের ইতিহাস অন্য রকম হতো। কিন্তু আওয়ামী লীগ ও বিএনপি রূপরেখা না মানায় আজকে দেশ ও জাতি আবারও গভীর রাজনৈতিক সংকটের মধ্যে পড়েছে।

সোমবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে বাম গণতান্ত্রিক জোট আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেছেন বক্তারা।

সভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, নব্বইয়ের আন্দোলনে তিন দলের রূপরেখায় আওয়ামী লীগ ও বিএনপি সই করল কীভাবে! ওই রূপরেখায় বহু ধারা ছিল, যেগুলো বাস্তবায়িত হলে আজকে ইতিহাস অন্য রকম হতো। সেগুলোর ব্যত্যয় ঘটাতে বিন্দুমাত্র দেরি হয়নি আওয়ামী লীগ, বিএনপির।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, স্বৈরশাসনবিরোধী আন্দোলনে ছাত্র, নারী, চিকিৎসক, শ্রমিক, শিক্ষকদের ঐক্যবদ্ধভাবে প্ল্যাটফর্ম ছিল। সকল স্তরের মানুষের ছিল এক দফা। আজকে যখন আমরা এখানে মিলিত হয়েছি, তখন দেশে চলছে বেসামরিক স্বৈরশাসন। ফলত নব্বইয়ের এ স্বৈরশাসকের পতন হলেও স্বৈরশাসনের পতন হয়নি।

বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা বলেন, সচেতনভাবেই ডা. মিলন স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হয়েছিলেন। এখনকার সময়ে ডা. মিলনের মতো চরিত্রর অভাব। শুধু নিজের জন্য বাঁচা না, বরং সকলের অধিকার আদায়ের সংগ্রামে তাঁর মতো মানুষ খুব দরকার। এই ফ্যাসিবাদী সময়ে রাজনৈতিক চেতনাসম্পন্ন মানুষ দরকার।

বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ইকবাল কবীর জাহিদ বলেন, ‘চলমান সংগ্রামে যদি আমরা দায়িত্বশীল আচরণ করতে পারি, তাহলে পরবর্তী সংগ্রামে আমরা নেতৃত্বের ভূমিকায় থাকব। ফ্যাসিবাদকে কীভাবে পরাস্ত করে বিজয় অর্জন করা যাবে, এ প্রশ্নে বাম প্রগতিশীলদের ঐক্য আরও কতটা শক্তিশালী করা যায়, সেটা আমাদের আরও গভীরভাবে ভাবতে হবে।’

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে