হোম > সারা দেশ > ঢাকা

মোহাম্মদপুরে অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অস্ত্রসহ আটক দুই সন্ত্রাসী। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর মোহাম্মদপুর থেকে মো. মারুফ হাসান (২২) ও মো. আব্দুর রহমান সিয়াম (২১) নামে দুই সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে নুরজাহান রোড এলাকা থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ তাঁদের আটক করে র‍্যাব-৩।

র‍্যাব-৩-এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব আরও জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাত ১১টা ১০ মিনিটে মোহাম্মদপুরের নুরজাহান রোডের কোরেশী কাবাব অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালায় র‍্যাব। এ সময় দুই অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করা হয়।

আটক মো. মারুফ হাসানের বাড়ি ভোলা জেলার সদর থানার দক্ষিণ চরপাতায় (চাকলাদারবাড়ি)। তাঁর বাবার নাম মো. মিজানুর রহমান। অন্য আটক মো. আব্দুর রহমান সিয়ামের বাড়ি একই জেলার বোরহান উদ্দিন থানার কুট্টি কমিশনার সড়কে।

র‍্যাব জানায়, আটকের পর তাঁরা স্বীকারোক্তি দেন যে অস্ত্র ও গুলি দিয়ে এলাকায় বিভিন্ন ধরনের অপরাধজনক কর্মকাণ্ড করে আসছেন আটক দুজন। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বৈধ কোনো কাগজপত্র তাঁরা দেখাতে পারেননি। ১৮৭৮ সালের দ্য আর্মস অ্যাক্টের ১৯ক ধারা অনুযায়ী তাঁরা অপরাধী।

আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির