হোম > সারা দেশ > ঢাকা

ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে আহত কিশোর মারা গেছে

মৃত্যুর সঙ্গে ১৩ দিন লড়াই করে শেষ পর্যন্ত হার মানল ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে আহত ১৬ বছর বয়সী গাজীপুরের এক কিশোর। জয়দেবপুর থেকে শ্রীপুরে বাড়ি ফেরার সময় সে শরীরে আঘাত পেয়েছিল।

আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কমলাপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জয়নব আক্তার এ তথ্য জানান। 

নিহত স্বপন মিয়া (১৬) গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ এলাকার ফালান মিয়ার ছেলে। সে সবজি বিক্রেতা ছিল। গত ১৫ জুন ঘটনার দিন সবজি বিক্রি শেষ করে বাড়ি ফিরছিল সে। 

এসআই জয়নব আক্তার আজকের পত্রিকাকে বলেন, স্বপন বাড়ি ফেরার জন্য জয়দেবপুর রেলস্টেশন থেকে জামালপুরগামী কমিউটারের ছাদে ওঠে। ট্রেনটি কাওরাইদে পৌঁছার আগে ছাদ থেকে পড়ে গিয়ে বুকসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায় সে। তাকে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

জয়নব বলেন, পাঁচ দিন চিকিৎসার পর ২০ জুন তাকে বাড়িতে নেওয়া হয়। ২৩ জুন অসুস্থ বোধ করলে তাকে ময়মনসিংহের চরপাড়া সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে গিয়ে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস