হোম > সারা দেশ > ঢাকা

ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে আহত কিশোর মারা গেছে

মৃত্যুর সঙ্গে ১৩ দিন লড়াই করে শেষ পর্যন্ত হার মানল ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে আহত ১৬ বছর বয়সী গাজীপুরের এক কিশোর। জয়দেবপুর থেকে শ্রীপুরে বাড়ি ফেরার সময় সে শরীরে আঘাত পেয়েছিল।

আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কমলাপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জয়নব আক্তার এ তথ্য জানান। 

নিহত স্বপন মিয়া (১৬) গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ এলাকার ফালান মিয়ার ছেলে। সে সবজি বিক্রেতা ছিল। গত ১৫ জুন ঘটনার দিন সবজি বিক্রি শেষ করে বাড়ি ফিরছিল সে। 

এসআই জয়নব আক্তার আজকের পত্রিকাকে বলেন, স্বপন বাড়ি ফেরার জন্য জয়দেবপুর রেলস্টেশন থেকে জামালপুরগামী কমিউটারের ছাদে ওঠে। ট্রেনটি কাওরাইদে পৌঁছার আগে ছাদ থেকে পড়ে গিয়ে বুকসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায় সে। তাকে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

জয়নব বলেন, পাঁচ দিন চিকিৎসার পর ২০ জুন তাকে বাড়িতে নেওয়া হয়। ২৩ জুন অসুস্থ বোধ করলে তাকে ময়মনসিংহের চরপাড়া সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে গিয়ে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন

স্বেচ্ছাসেবক দলনেতা হত্যা: শনাক্ত হয়নি কেউ, স্ত্রীর মামলা

কেরানীগঞ্জে নারী কারারক্ষীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চে পুলিশের বাধা

ডেমরায় ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে অছিম পরিবহনের বাস চলাচল বন্ধ