হোম > সারা দেশ > ঢাকা

ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে আহত কিশোর মারা গেছে

মৃত্যুর সঙ্গে ১৩ দিন লড়াই করে শেষ পর্যন্ত হার মানল ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে আহত ১৬ বছর বয়সী গাজীপুরের এক কিশোর। জয়দেবপুর থেকে শ্রীপুরে বাড়ি ফেরার সময় সে শরীরে আঘাত পেয়েছিল।

আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কমলাপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জয়নব আক্তার এ তথ্য জানান। 

নিহত স্বপন মিয়া (১৬) গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ এলাকার ফালান মিয়ার ছেলে। সে সবজি বিক্রেতা ছিল। গত ১৫ জুন ঘটনার দিন সবজি বিক্রি শেষ করে বাড়ি ফিরছিল সে। 

এসআই জয়নব আক্তার আজকের পত্রিকাকে বলেন, স্বপন বাড়ি ফেরার জন্য জয়দেবপুর রেলস্টেশন থেকে জামালপুরগামী কমিউটারের ছাদে ওঠে। ট্রেনটি কাওরাইদে পৌঁছার আগে ছাদ থেকে পড়ে গিয়ে বুকসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায় সে। তাকে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

জয়নব বলেন, পাঁচ দিন চিকিৎসার পর ২০ জুন তাকে বাড়িতে নেওয়া হয়। ২৩ জুন অসুস্থ বোধ করলে তাকে ময়মনসিংহের চরপাড়া সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে গিয়ে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’