হোম > সারা দেশ > ঢাকা

শিক্ষার্থীদের আন্দোলনে রাজধানীজুড়ে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় নাঈম হত্যার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাস্তা অবরোধ করেছে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা। এতে গুলিস্তানসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। 

সরেজমিনে দেখা যায়, নয়াবাজার, গুলিস্তান, মতিঝিল, পল্টন, কাকরাইল, ফকিরাপুল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার, শাহবাগসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছে। 

প্রসঙ্গত, গতকাল বুধবার রাজধানীর গুলিস্তানে সিটি করপোরেশনের বর্জ্য বহনকারী গাড়ির চাপায় নিহত হয় নটর ডেম কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাঈম হাসান (১৭)। এ ঘটনায় আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো রাজপথে নেমেছে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা। সকাল ১০টা থেকে নাঈমের সহপাঠীরা নটর ডেম কলেজের সামনে জড়ো হতে শুরু করে। পরে তারা বেলা ১১টার দিকে গুলিস্তানের যে স্থানে নাঈম নিহত হয়েছিল, সেখানে অবস্থান নেয়। এখনো তারা সেখানেই অবস্থান করছে। 

উল্লেখ্য, নিহত নাঈমের বাবার নাম শাহ আলম দেওয়ান, মায়ের নাম জান্নাতুল ফেরদৌস। তাদের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পূর্ব কাজীরখিল দেওয়ানবাড়ী গ্রামে। 

সিটি করপোরেশনের গাড়িচাপায় কলেজছাত্র নিহতের ঘটনায় আসামি গ্রেপ্তারের বিষয়টি জানাতে মতিঝিল বিভাগের ডিসি আবদুল আহাদ আজ দুপুর সাড়ে ১২টায় পল্টন থানায় সংবাদ সম্মেলন করবেন। 

উল্লেখ্য, নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসানের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে তিন সদস্যের কমিটি গঠন করেছে ডিএসসিসি। এই কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ