হোম > সারা দেশ > ঢাকা

শিক্ষার্থীদের আন্দোলনে রাজধানীজুড়ে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় নাঈম হত্যার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাস্তা অবরোধ করেছে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা। এতে গুলিস্তানসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। 

সরেজমিনে দেখা যায়, নয়াবাজার, গুলিস্তান, মতিঝিল, পল্টন, কাকরাইল, ফকিরাপুল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার, শাহবাগসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছে। 

প্রসঙ্গত, গতকাল বুধবার রাজধানীর গুলিস্তানে সিটি করপোরেশনের বর্জ্য বহনকারী গাড়ির চাপায় নিহত হয় নটর ডেম কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাঈম হাসান (১৭)। এ ঘটনায় আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো রাজপথে নেমেছে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা। সকাল ১০টা থেকে নাঈমের সহপাঠীরা নটর ডেম কলেজের সামনে জড়ো হতে শুরু করে। পরে তারা বেলা ১১টার দিকে গুলিস্তানের যে স্থানে নাঈম নিহত হয়েছিল, সেখানে অবস্থান নেয়। এখনো তারা সেখানেই অবস্থান করছে। 

উল্লেখ্য, নিহত নাঈমের বাবার নাম শাহ আলম দেওয়ান, মায়ের নাম জান্নাতুল ফেরদৌস। তাদের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পূর্ব কাজীরখিল দেওয়ানবাড়ী গ্রামে। 

সিটি করপোরেশনের গাড়িচাপায় কলেজছাত্র নিহতের ঘটনায় আসামি গ্রেপ্তারের বিষয়টি জানাতে মতিঝিল বিভাগের ডিসি আবদুল আহাদ আজ দুপুর সাড়ে ১২টায় পল্টন থানায় সংবাদ সম্মেলন করবেন। 

উল্লেখ্য, নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসানের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে তিন সদস্যের কমিটি গঠন করেছে ডিএসসিসি। এই কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট