হোম > সারা দেশ > ঢাকা

শিক্ষার্থীদের আন্দোলনে রাজধানীজুড়ে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় নাঈম হত্যার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাস্তা অবরোধ করেছে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা। এতে গুলিস্তানসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। 

সরেজমিনে দেখা যায়, নয়াবাজার, গুলিস্তান, মতিঝিল, পল্টন, কাকরাইল, ফকিরাপুল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার, শাহবাগসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছে। 

প্রসঙ্গত, গতকাল বুধবার রাজধানীর গুলিস্তানে সিটি করপোরেশনের বর্জ্য বহনকারী গাড়ির চাপায় নিহত হয় নটর ডেম কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাঈম হাসান (১৭)। এ ঘটনায় আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো রাজপথে নেমেছে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা। সকাল ১০টা থেকে নাঈমের সহপাঠীরা নটর ডেম কলেজের সামনে জড়ো হতে শুরু করে। পরে তারা বেলা ১১টার দিকে গুলিস্তানের যে স্থানে নাঈম নিহত হয়েছিল, সেখানে অবস্থান নেয়। এখনো তারা সেখানেই অবস্থান করছে। 

উল্লেখ্য, নিহত নাঈমের বাবার নাম শাহ আলম দেওয়ান, মায়ের নাম জান্নাতুল ফেরদৌস। তাদের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পূর্ব কাজীরখিল দেওয়ানবাড়ী গ্রামে। 

সিটি করপোরেশনের গাড়িচাপায় কলেজছাত্র নিহতের ঘটনায় আসামি গ্রেপ্তারের বিষয়টি জানাতে মতিঝিল বিভাগের ডিসি আবদুল আহাদ আজ দুপুর সাড়ে ১২টায় পল্টন থানায় সংবাদ সম্মেলন করবেন। 

উল্লেখ্য, নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসানের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে তিন সদস্যের কমিটি গঠন করেছে ডিএসসিসি। এই কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট